আজ মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
 / জাতীয় / ৭ বছরেও শেষ হয়নি ঢাকা শিশু পার্কের নির্মাণকাজ: ৭৮ কোটি টাকার প্রকল্প বেড়ে ৬০৪ কোটি
৭ বছরেও শেষ হয়নি ঢাকা শিশু পার্কের নির্মাণকাজ: ৭৮ কোটি টাকার প্রকল্প বেড়ে ৬০৪ কোটি
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 13 April, 2025 at 1:30 AM
৭ বছরেও শেষ হয়নি ঢাকা শিশু পার্কের নির্মাণকাজ: ৭৮ কোটি টাকার প্রকল্প বেড়ে ৬০৪ কোটিঢাকা শিশু পার্ক। রাজধানীর শিশু-কিশোরদের জন্য একমাত্র সরকারি বিনোদন কেন্দ্র। উন্নয়নের নামে ১৮ সাল থেকে দফায় দফায় প্রকল্প ব্যয় বাড়ালেও এখনো শেষ হয়নি পার্কের সংস্কার কাজ। অভিযোগ উঠেছে নির্মাণাধীন এই পার্কের প্রকল্প ব্যয় বাড়িয়ে কোটি কোটি টাকা লোপাট করেছে একটি পক্ষ। সরজমিন গিয়ে দেখা যায়, শাহবাগ মোড়ের অদূরে ঢাকা শিশু পার্কের চারপাশ সবুজ রঙের টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভেতরে ঠিক কী কর্মযজ্ঞ চলছে বাইরে থেকে কেউ বলতে পারে না। এক সময় এই পার্কের ভেতরে একটি খেলনা ট্রেন, একটি গোলাকার মেরি গো রাউন্ড রাইড ও একাধিক হুইলসহ ১২টি রাইড ছিল। ১৯৯২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সৌজন্য উপহার হিসেবে একটি জেট প্লেনও দেয়া হয়েছিল শিশুদের একমাত্র এই বিনোদন কেন্দ্রে। মাত্র ১০ টাকার টিকিটে ৬টি রাইড ব্যবহার করতে পারতো শিশুরা। তাই পার্কটিতে ছিল উপচেপড়া ভিড়। পার্কটিতে প্রবেশ করে দেখা যায়, শিশু পার্কের ভেতরে যে রাইডগুলো ছিল এখন তার অধিকাংশেরই অস্তিত্ব নেই। দু’টি রাইড টিন দিয়ে ঘেরা। টিনের মধ্যে রাইডের পাশ দিয়ে বিভিন্ন গাছ জন্মেছে। সামনের গ্রিলগুলোয় মরিচা পরে নষ্ট হয়ে গেছে। পার্কের পশ্চিম পাশে ঝোপঝাড়ে ফেলে রাখা হয়েছে বিমান বাহিনীর উপহার দেয়া সেই জেট প্লেন। আর নির্মাণাধীন শিশু পার্কটির পুরো মাঠের মাটি উপড়ে ফেলা হয়েছে। শিশু পার্কের মাঝামাঝি ভূগর্ভস্থ গাড়ি পার্কিং এর কাজ চলছে। তার মধ্যেও পানি জমে রয়েছে। এ ছাড়াও পানির কৃত্রিম লেক বানানো হয়েছে। যদিও তাতে কোনো পানি দেখা যায়নি। আছে হাঁটার জায়গাও। কিন্তু এখনো মূল পার্কটির কোনো কাজই শুরু হয়নি। পার্কের পাবলিক টয়লেটের ভবনটি ছাড়া আর একটিও ভবন আস্ত নেই। এই সবের দেখাশোনার কাজ করছেন হাতেগোনা কয়েকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তাকর্মী বলেন, আপাতত কাজ বন্ধ রয়েছে। পার্কিং-এর কাজ প্রায় শেষ। এখানে প্রায় ৩ হাজার গাড়ি পার্ক করা যাবে। এই পার্কিং ঢাকা ক্লাব, শিশু পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে আগতরা ব্যবহার করবে। যার জন্য উভয়পাশে দুটি করে মোট ৪টি প্রবেশ গেট রাখা হয়েছে। তবে বছর দু’য়েকের আগে আর এই পার্ক খোলা সম্ভব নয় বলেও জানান তিনি।  আর এই সুযোগে ঈদের আগে থেকে শিশু পার্কের পূবালী ব্যাংকের সামনের খালি জায়গায় বিভিন্ন রাইডের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন মো. আব্দুল কাদির নামে এক ব্যক্তি। তার দাবি- পড়ে থাকা খালি জায়গায় শিশুদের আনন্দ দিতেই এই সেবা দিচ্ছেন। 
সূত্র বলছে, ২০১৮ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। চিঠিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়, শাহবাগে যে শিশু পার্ক রয়েছে, সেটির সংস্কার ও আধুনিকায়নের জন্য ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ৭৮ কোটি টাকা দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কারণ স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় শিশু পার্কের নিচ দিয়ে ভূগর্ভস্থ পার্কিং তৈরি করা হবে। যাতে পার্কের কিছু রাইড ক্ষতিগ্রস্ত হবে। নতুন রাইড কেনার পাশাপাশি পার্কের আধুনিকায়নের জন্য মূলত ওই টাকা দিতে চেয়েছিল মন্ত্রণালয়। যেই কাজ ২০১৮ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। ভূগর্ভস্থ পার্কিং তৈরির জন্য সেই সময়ই পার্কটি বন্ধ করে দেয়া হয়। পার্কের অনেক রাইড খুলে ফেলাসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। কিন্তু কাজ শুরু হওয়ার পরও এত অল্প টাকায় আধুনিকায়নের কাজটি করা যাবে না উল্লেখ করে প্রস্তাবটি ফেরত পাঠায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মন্ত্রণালয়ের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব নেয় গণপূর্ত অধিদপ্তর। ৭৮ কোটি টাকার এই প্রকল্পটি বেড়ে দাঁড়ায় ২৬৫ কোটি টাকাতে। পরে প্রকল্পটি সংশোধন করে ৩৯৭ কোটি টাকা করা হয়। সঙ্গে মেয়াদও বাড়ানো হয়। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে টিনের দেয়াল দিয়ে শিশু পার্কটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। এর মধ্যেই ২০২০ সালের মে মাসে শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব নেন। কিছুদিন পর তিনি ঠিক করেন, শিশু পার্কের আধুনিকায়নের কাজটি সিটি করপোরেশন নিজেরাই করবে। পরে তার উদ্যোগে শিশু পার্ক নিয়ে ৬০৩ কোটি ৮১ লাখ টাকার একটি প্রকল্প তৈরি করা হয়। ক্ষমতার দাপট দেখিয়ে প্রকল্পটি ২০২৩ সালের আগস্ট মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করিয়ে নেন তৎকালীন মেয়র তাপস। প্রকল্প পাসের সময় ঠিক হয়, ৬০৩ কোটি ৮১ লাখ টাকার মধ্যে ৪৮৩ কোটি টাকা দেবে সরকার। সরকারের দেয়া টাকার অর্ধেক হবে অনুদান, বাকিটা ঋণ হিসেবে নেয়া হবে। আর দক্ষিণ সিটির নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে ১২০ কোটি টাকা। এর মধ্যে ৪৪১ কোটি টাকা ব্যয় ধরা হয় শিশু পার্কের ১৫টি রাইড কেনা ও স্থাপনের জন্য। এর মধ্যে ৩০ জন চড়তে পারে এমন একটি রাইড ‘মাইন ট্রেন’ কেনা ও স্থাপন করার জন্য ৯৭ কোটি টাকা খরচ করার কথা প্রকল্পে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। ‘ডিসকো মেগার’ দাম ধরা হয়েছে ২৭ কোটি ৪২ লাখ টাকা। ‘সুপার এয়ার রেসের’ দাম ধরা হয়েছে ৪৯ কোটি ৫৬ লাখ টাকা। ১২ডি থিয়েটার স্থাপন করতে ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি টাকা। এ ছাড়াও এই প্রকল্পের আয়তায় একটি জিপ গাড়ি ও একটি পিকআপ কেনার জন্য ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। প্রকল্পের আওতায় অন্যান্য কাজের পাশাপাশি শিশু পার্কের ভেতর দিয়ে ভূগর্ভস্থ পার্কিং নির্মাণের বিষয়টিও উল্লেখ রয়েছে। অভিযোগ উঠেছে, সুকৌশলে নিজের খাতিরের ৫ ঠিকাদারকে এই পার্কের নির্মাণ কাজের দায়িত্ব পাইয়ে দেন খোদ দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।  
দক্ষিণ সিটি করপোরেশনের এক প্রকৌশলী বলছেন, ১৫ একর জমির ওপর ১৯৭৯ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে এই শিশু পার্কটি স্থাপন করা হয়। ১৯৮৩ সালে তৎকালীন ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের কাছে এই পার্ক হস্তান্তর করা হয়। তখন এটি ‘ঢাকা শিশু পার্ক’ নামে পরিচিত ছিল। পরে সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হয়ে এই পার্কের নামকরণ করেন ‘শহীদ জিয়া শিশু পার্ক’। শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হওয়ার পর ২০২১ সালের ডিসেম্বর মাসে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’ নামে পার্কটির নতুন নামকরণ করে। তিনি বলেন, পার্কের বর্তমান যেই অবস্থা, ভূগর্ভস্থ পার্কিংয়ের কাজ পুরোপুরি শেষ না হলে শিশু পার্কের কাজ পুরোদমে শুরু করা সম্ভব হবে না। কারণ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাজ শেষে শিশু পার্কের জায়গা দক্ষিণ সিটিকে বুঝিয়ে দেয়ার পরই কাজ শুরু করবে সিটি করপোরেশন। তাই শিশু পার্কটি ঠিক কবে খুলবে, তা এখনো বলা যাচ্ছে না।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, আমি গত ফেব্রুয়ারি মাসে জয়েন করেছি। তারপরও আমি এই বিষয় বেশ কিছু খোঁজ নিয়েছি। নিজে জেনেছি, আমাদের পার্কের কাজে একটু সমস্যা হয়েছে। পার্কের রাউডগুলো স্পেসিফিকেশন নিয়ে বুয়েটের ইঞ্জিনিয়াররা নারাজি দিয়েছেন। তারা বলেছেন আগে যেই স্পেসিফিকেশন ও নিরাপত্তার কথা বলা হয়েছিল তা সঠিক নয়। তাই আমরা আবারো এর স্পেসিফিকেশনের জন্য একটি তৃতীয়পক্ষের সঙ্গে আলাপ করছি। আশা করছি দ্রুতই সমাধানে আমরা আসতে পারবো। তিনি বলেন, আমরা শুধু পার্কের কাজ করছি। আর মুক্তিযুদ্ধ মন্ত্রাণলায়ের ভূগর্ভস্থ পার্কিং-এর কাজ করছে গণপূর্ত। তাদের কাজ প্রায় শেষের দিকে। এরপর সব মিলিয়ে আমাদের পার্কের কাজ সম্পন্ন হতে এখনো ২ বছর লাগতে পারে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
নিলামে উঠছে বিরল ভারতীয় নীল হীরা, কতোতে বিক্রি হতে পারে?
নিলামে উঠছে বিরল ভারতীয় নীল হীরা, কতোতে বিক্রি হতে পারে?
সুইজারল্যান্ডের জেনেভোয় নিলামে উঠবে ভারতের রাজকীয় নীল হীরা ‘গোলকোন্ডা ব্লু।’  আগামী ১৪ মে জেনেভায় ক্রিস্টির 'ম্যাগনিফিকেন্ট জুয়েলস'- এ নিলামে উঠবে ...
আশ্রয়কেন্দ্র নির্মাণে তিন গুণ টাকা আবদার, কমিশনের বাগড়া
আশ্রয়কেন্দ্র নির্মাণে তিন গুণ টাকা আবদার, কমিশনের বাগড়া
প্রতিটি দুই কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ২২০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছিল সরকার। একই মানের ৮০টি বহুমুখী ঘূর্ণিঝড় নির্মাণে এবার ...
সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ
সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ...
জাতীয় সনদ তৈরির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর হতে পারব: আলী রীয়াজ
জাতীয় সনদ তৈরির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর হতে পারব: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যেসব জায়গায় একমত আছে তার ভিত্তিতে ...
সাতক্ষীরা সীমান্তে হীরে ফেলে পালাল চোরাকারবারি, উদ্ধার ২৩ লাখ টাকার নাকফুল
সাতক্ষীরা সীমান্তে হীরে ফেলে পালাল চোরাকারবারি, উদ্ধার ২৩ লাখ টাকার নাকফুল
সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের হীরার নাকফুল ফেলে পালিয়েছে এক চোরাকারবারি। সোমবার ...
ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে মার্কিন আদালতে মামলা
ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে মার্কিন আদালতে মামলা
ট্রাম্পের নতুন শুল্কনীতি বাতিলের চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক আইনী সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার। সোমবার ৫টি ...
প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে ...
মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা, কোনো বেআইনি আচরণ হয়নি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা, কোনো বেআইনি আচরণ হয়নি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। এমন মন্তব্য করেছেন ...
ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার, শুল্কসহ যেসব বিষয়ে আলোচনা হবে
ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার, শুল্কসহ যেসব বিষয়ে আলোচনা হবে
তিন দিনের সফরে আগামী বুধবার যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।তাদের সঙ্গে যোগ দিতে পারেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতও।গত ...
১০
নরসিংদীতে জুলাই গণহত্যা: সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার
নরসিংদীতে জুলাই গণহত্যা: সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার
জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে গ্রেপ্তার করা ...
 
ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পৌর শহরের হাজীপাড়াস্থ অর্পিতা ম্যাচ থেকে লাবিবা আস্থা (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার ওই ম্যাসের ...
আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ
আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ
নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং নির্মূলে কমিউনিটি পুলিশিং বিষয়ক বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত ...
কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদকসহ ব্যবসায়ী আটক
কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদকসহ ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে  আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত বাছেদ ...
পুরুষের ‘রেট্রোগ্রেড ইজাকুলেশন’ সমাধানের উপায়
পুরুষের ‘রেট্রোগ্রেড ইজাকুলেশন’ সমাধানের উপায়
যৌনস্বাস্থ্য নিয়ে কথা বলতে অনেকেই সংকোচবোধ করেন। সেই কারণে অনেক রোগ চাপা থেকে যায়। এমনই একটি রোগ রেট্রোগ্রেড ইজাকুলেশন।এটি এমন ...
ড. ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প
ড. ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে তিন মাসের ...
পার্বত্য চট্টগ্রামের বন, হালদা- হালদা-কর্ণফুলী নদী রক্ষা করা না গেলে চট্টগ্রামে সুপেয় পানির ভয়াবহ সংকট হবে
পার্বত্য চট্টগ্রামের বন, হালদা- হালদা-কর্ণফুলী নদী রক্ষা করা না গেলে চট্টগ্রামে সুপেয় পানির ভয়াবহ সংকট হবে
বন্দরনগরী চট্টগ্রাম মহানগরী একদিকে বর্ষাকালে পুরো শহর পানিতে থলিয়ে যায় আবার শুকণা মৌসুমে পানির জন্য হাহাকার পড়ে যায়। উপকূলীয় অঞ্চলে ...
টাঙ্গাইলের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
টাঙ্গাইলের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও ...
১২ মামলার আসামি বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কাউসার গ্রেফতার
১২ মামলার আসামি বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কাউসার গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টায় জড়িত থাকার দায়ে করা ১২ মামলার আসামি বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে ‘গলাকাটা’ ...
অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী গ্রেপ্তার
অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী গ্রেপ্তার
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১২টায় বিষয়টির ...
১০
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ঘিরে সামনে রেখে চৈত্রের পুরোটা সময় কর্মব্যস্ততায় কাটতো টাঙ্গাইলের মৃৎশিল্পীদের। পুরো মাস জুড়ে চলতো মাটির তৈরি ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com