![]() জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
![]() “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এই শ্লোগানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খাইরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক কৃতী ফুটবলার কালু দাস, ফারুক হোসেন জুলু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কৃতী খেলোয়াড় ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম হাসানুজ্জামান বিপ্লব, উপদেষ্টা মো: ফারুক হোসেন, মাসুদ রানা, মো: কায়েসসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও অংশগ্রহনকারী টিমের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। প্রীতি ফুটবল প্রতিযোগিতায় “ঠাকুরগাঁও সদর উপজেলা” টিম ৩-২ গোলে “বালিয়াডাঙ্গী উপজেলা টিম” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালক ছিলেন আলতাফুর আলিম, দারুল ইসলাম ও মো: আসাদুজ্জামান শামিম। শেষে উভয় টিমকে ট্রফি ও খেলোয়াড়দের মেডেল তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ধারা বর্ণনা করেন মির্জা ফরিদ। খেলা চলাকালীন দর্শক সমাগম ঘটে প্রচুর। |