![]() বর্ণ্যাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়ায় যুবদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
নতুন বার্তা, সিডনি:
|
![]() প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মো: রাশেদুল হক বলেন, “বর্তমানে বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রবাসে জাতীয়তাবাদী চেতনার বিস্তার ও সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবদল অস্ট্রেলিয়ার এ আয়োজন আমাদের রাজনৈতিক সংগ্রামে নতুন আশার আলো সঞ্চার করেছে। জাতীয়তাবাদী আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যক্রম অপরিহার্য। এ ধরনের আয়োজন তরুণদের দলের মূলধারায় সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, ফ্যাসিস্ট হাসিনার ২০২০ সালের এক স্বৈরাচারী আদেশের কারণে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা—যারা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, নির্যাতন, হামলা-মামলার শিকার হয়ে প্রবাসে রিফিউজি জীবন যাপন করছেন—তাদের এখনও অনেকের পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না। এটি মানবাধিকার ও নাগরিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অনতিবিলম্বে অস্ট্রেলিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে পাসপোর্ট প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, অস্ট্রেলিয়া বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরার উদ্দেশে লং-মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।” স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ন সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ ফেরদৌস অমি বলেন, "ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও বাংলাদেশে এখনো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় নি। দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আমরা সুদূর প্রবাস থেকেও সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছি। অস্ট্রেলিয়ায় বিএনপির সুসংগঠিত কাঠামো বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে, ইনশাআল্লাহ।" সভাপতির বক্তব্যে অস্ট্রেলিয়া যুবদলের আহবায়ক মো: জাহাঙ্গীর আলম বলেন, “সকল দেশপ্রেমিক বাংলাদেশীকে জানাই বাংলা নববর্ষ-১৪৩২ ও ঈদুল ফিতরের শুভেচ্ছা। ফিলিস্তিনের নিরস্ত্র মজলুম জনতার উপর ইসরায়েলের দখলদার বাহিনীর বর্বরতা ও গনহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন "বাংলাদেশের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।” অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অস্ট্রেলিয়া যুবদলের সদস্য সচিব মো: ফারুক হোসেন খান ও অস্ট্রেলিয়া বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা আবিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ক্যান্টরবেরি-ব্যাংকস্টাউনের ডেপুটি মেয়র কার্ল সালেহ, কাউন্সিলর শিরিন আক্তার, অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান তুহিন এবং সদস্য সচিব মো: জাহিদুর রহমান, অস্ট্রেলিয়া বিএনপির উপদেষ্টা আরিফুর রহমান, সিডনী বিএনপি নেতা আরমান ভুঁইয়া, অস্ট্রেলিয়া যুবদলের সাবেক সভাপতি মো: আসওয়াদুল হক ( বাবু), যুবদল নেতা শরিফুল ইসলাম শিবলী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহ:সভাপতি আশরাফুল ইসলাম, জয় আহমেদ সুলতান, ইলিয়াস কাঞ্চন শাহীন, ফয়জুর চৌধুরী, সেলিম লকিয়ত, মোবারক হোসেন, শিক্ষা ও যুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর ড.মাহফুজ আশরাফ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, সহ:সাংগঠনিক সম্পাদক নাদিম ফারুকী, বিএনপি নেতা মো: জুম্মন হোসেন, অষ্ট্রেলিয়া যুবদল নেতা মো: পলাশ ফারুক, মো: সিরাজুল ইসলাম, মো: তুষার রহমান, সাজেদুর রহমান, মো: ইলিয়াস দেলোয়ার হোসেন, মো: মফিজুল ইসলাম সাগর, সাদমান ইসলাম, আবুল কালাম মানিক মো: শাহিনুর রহমান মো : রাসেল। এছাড়াও অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রবাসী বাংলাদেশিদের বিপুল অংশগ্রহণে উৎসবটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানজুড়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, প্রীতি-আলোচনা ও দুপুরের খাবারের বিশেষ ব্যবস্থা। অনুষ্ঠানে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করে র্যালি করা হয় এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। একই সাথে অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলীর শ্বশুর মো: আলেপ ব্যাপারী ও কুইনস ল্যান্ড বিএনপির সদস্য সচিব মো: জাহাঙ্গীর হোসেন এর মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় । |