![]() মানিকগঞ্জে আত্মসমর্পণ করা আ.লীগের ৮ নেতাকে কারাগারে প্রেরণ
নতুন বার্তা, মানিকগঞ্জ:
|
![]() মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তারা মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর জামিন মামলা পর্যালোচনা করে জামিন না মঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাত ৮টার দিকে মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। আদালতে আত্মসমর্পণকারীরা হলেন- সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ (৫০), ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ (৪৫), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৬), সিংগাইর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (২৩), বলধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুল মেম্বার (৪৫), প্রচার সম্পাদক মোসলেম উদ্দিন (৩৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন (৪৯) ও আনোয়ার হোসেন (৪৪)। কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, দুটি বিস্ফোরক ও একটি হত্যা মামলায় আসামিরা আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। |