![]() শাহরুখের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুললেন কাজল
নতুন বার্তা, ঢাকা:
|
![]() শাহরুখ-কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। অসংখ্য সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তারা। তাদের সিনেমা বক্স অফিসে যেমন হিট, তেমনই দর্শকদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে বছরের পর বছর। বাদশাহ শাহরুখ খান ও কাজলের পরিচয় হয়েছিল 'বাজিগর' সিনেমার শুটিংস্পটে। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সিনেমা। এরপর 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হে', 'কাভি খুশি কাভি গাম', 'মাই নেম ইজ খান'— একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এ জুটি। রুপালি পর্দায় অন্যতম সেরা জুটি হলেও বাস্তবে তাদের দুজনেরই মনের মানুষ রয়েছে। কিন্তু তারা কী কখনো একে অপরের সঙ্গে সম্পর্কে আসতে চেয়েছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাহরুখ-কাজল। তারা যদি অন্য কোনো সম্পর্কে না থাকতেন, তাহলে কী একে অপরের সঙ্গে ডেট করতেন?—এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, আমি সত্যিই বলতে পারব না। কারণ বাজিগর সিনেমার শুটিংয়ের সময়েই আমি অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম। অন্যদিকে ঠিক একই সময়ে কাজলের দিকে তাকিয়ে মুচকি হেসে শাহরুখ খান বলেন, ‘হ্যাঁ, আমিও ওই সময়ে অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম,’ যা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। অবশ্য ভক্তদের মতে, কিং খান বলে কথা। এত সহজে কী আর 'আসল সত্যটা' বলবেন। |