আজ মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ
 / জাতীয় / বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক শুরু
বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক শুরু
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 17 April, 2025 at 12:25 PM
বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক শুরুপ্রায় ১৫ বছর পর দ্বিপক্ষীয় সম্প‌র্কের সামগ্রিক বিষ‌য়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসেছে বাংলাদেশ-পাকিস্তান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় ভবন পদ্মায় বৈঠকে বসেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। বাংলাদেশের পক্ষে এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এটি দুদেশের মধ্যেকার ষষ্ঠ এফওসি বৈঠক এটি।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলো উত্থাপন করা হবে। এ ছাড়া দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন তারা।

বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

রাষ্ট্রীয় অতিথি ভবনে চলমান এফওসি বৈঠকে আরও উপস্থিত আছেন, সফরত পাকিস্তানের দক্ষিণ এশিয়া ও সার্কের ডিরেক্টর জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামী, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা নুর চৌধুরীসহ আরও কয়েকজন।

সম্পর্ক এগিয়ে নেওয়া

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে সবশেষ বৈঠক হয়েছিলো শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে ২০১০ সালে। এরপর ধীরে ধীরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ তলানিতে গিয়ে ঠেকে। বিশেষ করে যুদ্ধাপরাধী বিচার ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে বাংলাদেশের।

২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর উদ্বেগ জানিয়ে সংসদে প্রস্তাব পাস করেছিলো পাকিস্তান। এ ঘটনায় ঢাকায় পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলো বাংলাদেশ।

২০১৪ সালেও এই বিচার নিয়ে পাকিস্তানে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্য নিয়েও ঢাকায় তখনকার পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ হুসাইন দায়োকে তলব করে প্রতিবাদ করেছিলো সরকার।

পরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে উদ্বেগ প্রকাশ করে বিবৃতির পরও ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে তলব করেছিলো বাংলাদেশ সরকার।

তবে ২০২০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, যা নিয়ে সরগরম হয়েছিল রাজনৈতিক অঙ্গন। কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তখন আর অগ্রগতি হয়নি।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বড় ইস্যু ছিল একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, বাংলাদেশের সম্পদ ফিরিয়ে দেওয়া এবং আটকেপড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার মতো বিষয়গুলো। তবে এখন এসব বিষয়ের চেয়ে বেশি আলোচনা হচ্ছে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে।

মো. ইকবাল হুসেন খান বাসসকে বলেছেন, সারা বিশ্বে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের বিষয় বিদ্যমান থাকে, তবে বর্তমান সম্পর্ক বা অর্থনৈতিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করা উচিত নয়।

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কূটনৈতিক ক্ষেত্রে দুই দেশের জন্য সবসময়ই বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। কারণ দুই দেশের পররাষ্ট্র ক্ষেত্রের তারা প্রশাসনিকভাবে সর্বোচ্চ অধিকর্তা। এ কারণে এ ধরনের বৈঠকে সাধারণত দুই দেশের মধ্যকার সব বিষয়ই উঠে আসে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এ ধরনের বৈঠকে ১৫ বছর পর হচ্ছে বলে তাতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির।

তিনি বলছেন, এখন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য যেসব কাজ বা করণীয় সেগুলো আলোচনার মধ্য দিয়ে ঠিক করে একটা কমন গ্রাউন্ড তৈরি করাই হবে এবারের বৈঠকের মূল উদ্দেশ্য।

এর আগে জাতিসংঘ সম্মেলনের সময়ে সাইডলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

তারা দুজনই দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা সার্ককে পুনরুজ্জীবনের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার কথা বলেছিলেন তখন। যদিও এ অঞ্চলের আরেক প্রভাবশালী দেশ ভারত সার্কের বিষয়ে খুব একটা উৎসাহী নয় বলেই মনে করা হয়।

এখন বিশ্লেষকদের অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যে ভারতবিরোধী মনোভাব বিভিন্ন স্তরে কাজ করছে তাকে কাজে লাগাতে আঞ্চলিক রাজনীতিকে বাংলাদেশকে সঙ্গে নিয়েই চলতে চাইছে পাকিস্তান।

আবার ভারতের সঙ্গে ‘দৃশ্যত শীতল’ সম্পর্কের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের যে চেষ্টা এখন বাংলাদেশ সরকার করছে তার দিকেও দৃষ্টি আছে পাকিস্তানের নীতিনির্ধারক মহলের। কারণ চীনের সঙ্গেও দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক সাহাব এনাম খান বলছেন, স্থিতিশীলতা, নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক ও কার্যকর কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ।

তিনি বলছেন, আমার ধারণা দুই দেশের সম্পর্ক এখন নতুন মাত্রা পাবে। বিশেষ করে বাণিজ্য, কানেকটিভিটি ও সার্ক ইস্যুতে পাকিস্তানের ভূমিকা থাকা বাঞ্ছনীয়। পাকিস্তানের সঙ্গে ইরান, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যে কানেকটিভিটি আছে তা নিয়ে বাংলাদেশের আগ্রহ আছে।

অন্যদিকে পাকিস্তান গত আগস্ট থেকেই বাংলাদেশে তুলাসহ কিছু পণ্যের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনার কথা বলছে। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

আবার দেশটি যেহেতু আফগানিস্তান ও ইরান থেকে পণ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করে, তাই তারা মনে করে এসব দেশ থেকে পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশের জন্য পণ্য আমদানির সুযোগ রয়েছে।

সাহাব এনাম খান বলছেন, সরকার দেশের অর্থনীতিতে যেসব দেশ জড়িত হতে পারে সেসব দেশকে অগ্রাধিকার দিচ্ছে এবং সেই বিবেচনায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন তিনি।

গত ১৫ বছর ‘শীতল’ কূটনৈতিক সম্পর্কের কারণে দুই দেশের মধ্যে ব্যবসাবাণিজ্য, যোগাযোগ ও অন্য বিষয়ে স্বাভাবিক যে অগ্রগতি হওয়ার কথা সেটি হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের কারও কারও মতে, একযোগে কাজ করার ক্ষেত্র খোঁজাটাই হবে এবারের বৈঠকে দুই পররাষ্ট্র সচিবের মূল কাজ।

হুমায়ুন কবির বলছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এখন সব জায়গাতেই গুরুত্বপূর্ণ এবং এ নিয়েই দুই দেশের কাজের সুযোগ আছে।

তিনি বলছেন, বাংলাদেশ ও পাকিস্তান একই অঞ্চলের এবং সার্কের সদস্য। যোগাযোগের ক্ষেত্রে কানেকটিভিটি থেকে দুদেশই লাভবান হবে। ব্যবসা-বাণিজ্যের সুযোগ ও সম্ভাবনা আছে যা দুই দেশের জন্যই লাভজনক হবে। পর্যটনও হতে পারে দুই দেশের নতুন ক্ষেত্র। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় খুঁজতে হবে আলোচনার টেবিলেই।

এর আগে গত ডিসেম্বরে ঢাকায় বৈঠক করেছিলেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবরা। শেখ হাসিনা সরকারের পতনের পর কূটনৈতিক সম্পর্কের অবনতি ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিলো।

অন্যদিকে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এর এক মাসের মাথায় গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে দু’জনের মধ্যে বৈঠক হয়, সেখান থেকেই দুই দেশের সম্পর্কের জট খোলার ইঙ্গিত আসে। ঢাকা ও ইসলামাবাদের উভয় দেশের কূটনীতিকরাও আরও সক্রিয় হয়ে ওঠেন।

এরপর নভেম্বরেই পাকিস্তানের করাচি থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসলে তা নিয়ে ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধির বিষয়টি জোরালোভাবেই উঠে আসে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তান বাংলাদেশে প্রায় ৬৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সুতা-কাপড় ও প্রস্তুত চামড়া ছিল প্রায় ৭৯ শতাংশ।

বিপরীতে বাংলাদেশ থেকে পাকিস্তানে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে, তার মূল্য ছিল ৬ কোটি ডলারের সামান্য বেশি। মূলত কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পার অক্সাইড, চা ও তৈরি পোশাক রপ্তানি করেছিলো বাংলাদেশ।

সম্পর্ক স্বাভাবিক গতিতে এগোতে পারলে দুই দেশের মধ্যকার বাণিজ্য আরও কয়েক গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব, যাতে উভয় দেশই লাভবান হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
দেশের পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ...
সার্চ কমিটির মেয়াদ শেষ, ক্রীড়াঙ্গনে কতটুকু সংস্কার হলো?
সার্চ কমিটির মেয়াদ শেষ, ক্রীড়াঙ্গনে কতটুকু সংস্কার হলো?
ক্রীড়াঙ্গন সংষ্কারের লক্ষ্যে ২৯ আগস্ট গঠিত হয়েছিল সার্চ কমিটি। সেই অফিস আদেশে ২ মাসের মধ্যে সরকারের কাছে সংস্কার প্রস্তাব পেশ ...
দিনভর শাহবাগে জুলাই আহতদের অবস্থান, রাতে সতর্ক অবস্থানে পুলিশ
দিনভর শাহবাগে জুলাই আহতদের অবস্থান, রাতে সতর্ক অবস্থানে পুলিশ
আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন জুলাই ...
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সব দিক পর্যালোচনা করে আগামী ১৫ দিনের ...
সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস, কমবে গরম
সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস, কমবে গরম
পাঁচদিন ধরে দেশে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। আজও দেশের বেশির ভাগ অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই ...
তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে
তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে
ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু দুই দেশের মধ্যে গত কয়েকদিনের সংঘাতে তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানকে সমর্থন করেছে, আর ইসরায়েল ...
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: সোমবার জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: সোমবার জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
কৌশলী কিছু শব্দ ব্যবহার করে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বলে অভিযোগ তুলেছে ফ্যাসিবাদবিরোধী ৮০ সংগঠনের প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’। ...
তিনদিনের হামলায় পাকিস্তান ৩৫-৪০ জন সেনা হারিয়েছে, দাবি ভারতের
তিনদিনের হামলায় পাকিস্তান ৩৫-৪০ জন সেনা হারিয়েছে, দাবি ভারতের
পেহেলগামে বন্দুক হামলার জের ধরে পাকিস্তানে ভারতীয় হামলায় গত ৭ থেকে ১০ মের মধ্যে দেশটি ৩৫-৪০ জন সেনা হারিয়েছে বলে ...
একদিনে বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের
একদিনে বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের
সারাদেশে বিভিন্ন স্থানে বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও হবিগঞ্জে একজন মারা ...
১০
ভীতিকর গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে মোদিকে চাপ দেয় যুক্তরাষ্ট্র
ভীতিকর গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে মোদিকে চাপ দেয় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। ৪৮ ঘণ্টার আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...
 
চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে উদ্বোধন হয়েছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার। শনিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ফিতা ...
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে ...
গড্ডিমারী আলিয়া মাদরাসার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা
গড্ডিমারী আলিয়া মাদরাসার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী আলিয়া মাদরাসার পুন:প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল ...
কড়াইল বস্তির চাঁদাবাজির নিয়ন্ত্রণে এখন যারা
কড়াইল বস্তির চাঁদাবাজির নিয়ন্ত্রণে এখন যারা
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির প্রভাবশালী কিছু নেতা এলাকা থেকে পালালেও চাঁদাবাজি, ...
রংপুরের কোথায় হবে চীনের হাসপাতাল, তা এখনো চূড়ান্ত হয়নি
রংপুরের কোথায় হবে চীনের হাসপাতাল, তা এখনো চূড়ান্ত হয়নি
চীনের উপহারের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি রংপুর অঞ্চলেই হবে, তবে কোন জেলায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। রোগ নির্ণয়ের ...
কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযান : জরিমানা আদায়
কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযান : জরিমানা আদায়
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা  পউলী ব্রিজ সংলগ্ন ঘাট ও বিনোদলহুরিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু বিক্রির  অভিযোগে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ...
চিরকুট লিখে এএসপি পলাশ সাহার আত্মহত্যা, কারণ জানালেন মেজো ভাই
চিরকুট লিখে এএসপি পলাশ সাহার আত্মহত্যা, কারণ জানালেন মেজো ভাই
চট্টগ্রাম র‌্যাব কার্যালয়ের এএসপি পলাশ সাহার আত্মহত্যার কারণ জানিয়েছেন তার মেজো ভাই নন্দলাল সাহা। বুধবার চট্টগ্রাম র‌্যাব কার্যালয়ের নিজ অফিস ...
আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত-পাকিস্তান যুদ্ধ কাম্য নয়
আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত-পাকিস্তান যুদ্ধ কাম্য নয়
এ অঞ্চলেরর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনায় যুদ্ধ বেধে যাওয়া ও হতাহতের ঘটনায় নানা হুমকি তৈরি হয়েছে। ...
রামুতে অসুস্থ বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের: আহত ২
রামুতে অসুস্থ বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের: আহত ২
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু খুনিয়া পালং ধোয়া পালং এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান অভি (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু ...
১০
ফিরোজার পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল
ফিরোজার পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল
রাজধানীর গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পথে বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।মঙ্গলবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com