![]() যুক্তরাজ্যের লুঠনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেতারা
নতুন বার্তা, সিলেট:
|
![]() বৃহস্পতিবার রাতে লুটনের অভিজাত রেস্তোরায় লুটন বেডফোর্ডশায়ার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক পাবেল এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ রুবেলের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত আওয়ামী লীগ সরকারের নানা জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি তৈমুর হোসেন বিপুল তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপি নেতৃবৃন্দদের উপরে যে নির্যাতন করা হয়েছে তা থেকে জনগন মুক্তি পেয়েছে। ৫ আগস্ট বিভীষিকাময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রবাসী বিএনপির নেতৃবৃন্দের অবদান অনস্বীকার্য। আরেক সম্মানিত অতিথি আব্দুল হাকিম চৌধুরী তার বক্তব্যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য লুটন বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা বিদেশের মাঠিতে শত ব্যস্ততার মধ্যে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপিকে ঐক্যবদ্ব করতে যে সংগ্রাম করছেন তা দেখে আমি মুগ্ধ, ইনশাআল্লাহ আপনাদের এই পরিশ্রম বৃথা যাবেনা। শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গিয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, কলচেষ্টার বিএনপির সাবেক সহ সভাপতি ইশতিয়াক হোসেন দুদু, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারন সম্পাদক কে আর জসিম, লুটন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হাই, সাবেক যুগ্ন আহবায়ক মানজুর আহমদ শাহনাজ, আবুল কয়েছ, মনসুর খান, আব্দুল মান্নান, লুটন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোজাহিদ খান, আতাউর রহমান পাপলু, তাজুল ইসলাম, আব্দুল মুন্তাকিম জুনেদ, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রকিব চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সভাপতি মুমিনুল মোরাদ, বিএনপি নেতা খলিল খান, সেলিম আলী, পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট, স্পেন বিএনপির সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দীন লুতফুর, বিএনপি নেতা মির্জা নোমান, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মুহাম্মদ জামিল, সহ সাংগঠনিক সম্পাদক জায়েদ মানিক চৌধুরী, লুটন যুবদলের সভাপতি আনিসুর রহমান, লুটন সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল মজিদ চৌধুরী, লুটন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আহমদ, সহ সভাপতি সৈয়দ রুয়েজ আহমদ, সাবেক যুবদলের সহ সভাপতি কামরুজ্জামান খান, জুবের আহমদ, জুবায়ের হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আহাদ গাজী এছাড়াও লুটন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন লুটন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনজুর আহমদ শাহনাজ। |