![]() ‘নির্বাচন-সংস্কার নিয়ে সরকারের সঙ্গে দূরত্ব নেই বিএনপির’
নতুন বার্তা, ঢাকা:
|
![]() অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে ২০২৬’র জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বেশ কয়েকবার ঘোষণা করেছেন। তারপরও রাজনীতির মাঠে নতুন আলোচনা সংস্কার না নির্বাচন কোনটা আগে! এরইমধ্যে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বিএনপি। দলটি বলছে, একমাসের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব। এমন বাস্তবতায় সংস্কার প্রক্রিয়া কিভাবে এগোবে জানতে চাওয়া হয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের কাছে। তিনি মনে করেন, রাজনীতির মাঠের বক্তব্য আর আলোচনার টেবিলের সিদ্ধান্ত সবসময় এক হয় না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, বাইরে পলিটিক্যাল রেটরি, সেটা সবসময় ভেতরগত অবস্থানকে রিপ্রেজেন্ট করে না। অন্তত এই কাজে যুক্ত হবার পর আমি আরও ভালোভাবে টের পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে মাঠে যারা অনেক কড়া কড়া বক্তব্য দেন, তাদের বেশিরভাগই কিন্তু এই সংস্কার বিষয়ে দলটির দায়িত্বপ্রাপ্ত না। যারা এই বিষয়ে দলের ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত, আমি ব্যক্তিগতভাবে তাদের মুখ থেকে কোনো নেগেটিভ বক্তব্য শুনিনি। তার মতে, রাজনৈতিক দলগুলোয় চিন্তায় ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক, তবে দেশের স্বার্থে সবাইকে একবিন্দুতে আনার চেষ্টা করছে কমিশন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, বিএনপি একমাত্র দল যারা সংক্ষিপ্ত মানে সেই ১৬৬টি বিষয়ে তাদের মত আগেই জানিয়ে গিয়েছিল। আর গত ৩-৪ দিনে বিএনপি আবার নতুন করে জমা দিচ্ছে বিস্তারিত রিপোর্টের ওপর বিস্তারিত মত। আমি আমার জায়গা থেকে এটাকে খুবই ইতিবাচক বলব। কোথায় গিয়ে এটা শেষ হবে তা হয়ত এখনই বলা যাবে না। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, অন্তর্বর্তী সরকার ইস্যুতে বিএনপির অবস্থান এতটুকুও বদলায়নি। যে ভিন্নতা হচ্ছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, আমরা তো এই সরকারে শুরু থেকেই ছিলাম, আজও আছি, আমাদের সাংগঠনিক কাঠামোকে ব্যবহার করে যতটা সম্ভব আমরা ওনাদের পাশে থাকব। চিন্তা ভাবনাগত পার্থক্য এটাকে আমাদের নেতিবাচকভাবে ধরার কিছু নেই। আমরা এটাকে ইতিবাচক হিসেবে ধারণ করতে চাই এবং আমরা মনে করি সবাই মিলে আলোচনা-পর্যালোচনার মাধ্যম একটা গ্রেটার ডায়ালগ এবং কনসেন্সে আমরা পৌছাব। তার ওপর ভিত্তি করেই গণমানুষের যে প্রত্যাশা সেভাবেই আমরা দ্রুত নির্বাচক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তিনি জানান, সংস্কার ইস্যুতে বিএনপি শতভাগ একমত বর্তমান সরকারের সঙ্গে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, নির্বাচনের আগে কোন কোন সংস্কার করবে তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন যদি আনতে হয়, ফান্ডামেন্টাল ভেলিজ এবং ইথোরস যদি পরিবর্তন করতে হয় তাহলে সেই সংস্কারটুকু করবার দায়িত্ব, সেই সংস্কারটুকু করার প্রধান প্রস্তাবক হওয়া উচিত সেই সরকারের যারা জনগণের ভোটে নির্বাচিত। যাদের পাবলিক ম্যানডেট রয়েছে। |