![]() বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান, জানিয়ে দিলেন নকভি
নতুন বার্তা, ঢাকা:
|
![]() অবশ্য এ প্রশ্নের উত্তর পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্রিকেট বিশ্বের। বিশ্বকাপ নিশ্চিতের পরদিনই বিষয়টি খোলাসা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। ক্রিকেটপাকিস্তান শনিবার (১৯ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড পরিদর্শনকালে মহসিন নকভি স্পষ্ট করে জানিয়েছেন, আসন্ন নারী বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তানের নারী দল ভারতে যাবে না। তার সাফ কথা, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসেনি, তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছিল। আমরাও তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিদার। এই বক্তব্যে বোঝা যাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের আপত্তির পাল্টা জবাব দিতেই যেন এবার কড়া অবস্থানে পাকিস্তান। এর আগে পিসিবি দাবি করেছিল, ২০২৭ সাল পর্যন্ত আইসিসির যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। ফলে এবার নারী বিশ্বকাপেও হাইব্রিড মডেল বাস্তবায়নের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জানা গেছে, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরেই বসছে নারী ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এই বিতর্ক ঘিরে আইসিসির অবস্থান, ভারতের প্রতিক্রিয়া এবং চূড়ান্ত ভেন্যু নির্ধারণ সবই এখন ক্রিকেটবিশ্বের নজরে। |