![]() পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু
কুয়োল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
![]() পুলিশ ও স্থানীয়রা জানান, জিদান বাবার সাথে মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় দেবীগঞ্জ এল,এস,ডি মোড়ে একটি বে-পরোয়া ইট ভর্তি মহেন্দ্র ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইট ভর্তি মহেন্দ্র ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় জিদানসহ তার বাবা, বোন ও ট্রাক্টর চালকের সহযোগী গুরতর আহত হন। জিদান আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিদান মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক্টর টিকে আটক করেছে। এছাড়াও ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস উপস্থিত ছিলেন। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটি আটক করা হলেও, ঘটনার পর পরেই ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় সড়ক ও পরিবহণ আইনে মামলা দায়ের হয়েছে। |