![]() সাতক্ষীরায় সাংবাদিক টিপুর সাজার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
সাতক্ষীরা প্রতিনিধি:
|
![]() বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির সভাপতিত্ব করেন সাংবাদিক আশেকী এলাহী এবং সঞ্চালনায় ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম। বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দীপ্ত টেলিভিশনের রঘুনাথ খাঁ, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন এবং ঢাকা টাইমসের হোসেন আলী। বক্তারা অভিযোগ করেন, তালা উপজেলার ইউএনও শেখ রাসেলের তত্ত্বাবধানে স্থানীয় প্রকৌশলী মামুনের দুর্নীতির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে তদন্ত ছাড়াই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একতরফাভাবে সাজা দেওয়া হয়। অথচ প্রকৌশলী মামুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বক্তারা বলেন, "টিপুর দোষ একটাই—তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তাকে সাজা দিয়ে ইউএনও দুর্নীতির পক্ষেই অবস্থান নিয়েছেন। এ ধরনের ঘটনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে।" মানববন্ধন থেকে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকেলের মধ্যে টিপুকে মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলনে যাবে সাংবাদিক সমাজ। |