![]() সাতক্ষীরায় ২২০ কেজি জেলি পুশরত চিংড়িসহ আটক ব্যবসায়ী
সাতক্ষীরা প্রতিনিধি:
|
![]() বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াহাট থেকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা রনী খাতুন। তিনি তার ফেসবুক আইডিতে দেওয়া বিজ্ঞপ্তিতে জানান, গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াহাট এলাকায় জেলিপুশকৃত চিংড়ি মাছ রপ্তানির জন্য কাজ করছে। এমন অবস্থায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা মতে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয় ব্যবসায়ীকে। পরবর্তীতে জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয় এবং পুশবিহীন চিংড়ি স্থানীয় মাদ্রাসায় প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী, শ্যামনগর থানা পুলিশ ও স্থানীয় জনগন সহযোগিতা প্রদান করে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা রনী খাতুন বলেন, চিংড়ী এবং মধু শ্যামনগরের অনন্য সম্পদ। কেন কলুষিত করছেন এভাবে?? কেন আপনারা প্রতারণা করবেন। |