![]() অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে রামুতে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান
খালেদ হোসেন টাপু,রামু :
|
![]() অবৈধ বালিসহ একটি ডাম্পার ট্রাককে বিশ হাজার টাকা জরিমানা, জব্দকৃত ৪০ হাজার টাকা মূল্যে বালু নিলামে দেওয়া এবং মাটি কাটার ব্যবহৃত এস্কেভেটরের দুইটি ব্যাটারি জব্দ করা হয়। জানা গেছে শুক্রবার ২৫ এপ্রিল দিনব্যাপী পৃথক এই অভিযানে এ নেতৃত্ব দেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল। এসময় প্রথমে ভ্রাম্যমাণ আদালত রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরপাড়া ব্রিজ ও কোনারপাড়ায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এরপর একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পানিস্যাঘোনা এলাকা থেকে অবৈধ বালিসহ একটি ডাম্পার ট্রাককে জব্দ করে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রামু গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা স্টেশনের পাশে ৬০০০ ঘনফুট বালি জব্দ করে জনসম্মুখে ৪০০০০(চল্লিশ হাজার) টাকায় স্পট নিলাম দেওয়া হয়। অন্যদিকে রামু কাউয়ারখোপ ও গর্জনিয়া ইউনিয়নে কয়েকটি স্থানে মাটি কাটা বন্ধ করে এস্কেভেটরের দুইটি ব্যাটারি জব্দ করা হয়। এদিকে রামু উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন ও টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংসের কারণে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। |