আজ শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
 / বিশেষ / কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : অতিষ্ঠ জনগণ, বিরক্ত পুলিশ
কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : অতিষ্ঠ জনগণ, বিরক্ত পুলিশ
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 26 April, 2025 at 12:28 AM
কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : অতিষ্ঠ জনগণ, বিরক্ত পুলিশভরদুপুরে ব্যস্ত নগরে নানামুখী কাজে মানুষ যখন বাইরে সময় পার করছেন, তখন হঠাৎ কলেজ ইউনিফর্ম পরা কিছু কিশোর গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে জড়ো হয়ে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ শুরু করছেন। আবার একপক্ষ আরেক পক্ষকে দিচ্ছে ধাওয়া, পাল্টা ধাওয়া। কিছু সময় পর পর ‘ধর ধর ধর’ স্লোগানেও তারা একে অন্যকে পরাস্ত করতে সামনে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলে মনে হতে পারে এ যেন কোনো সিনেমার অ্যাকশন দৃশ্য।
তবে এটিই বেশ স্বাভাবিক এবং অতিপরিচিত দৃশ্য রাজধানীর সায়েন্সল্যাব, নিউমার্কেট এবং ধানমন্ডি এলাকার সাধারণ মানুষ, দোকানি এবং ব্যবসায়ীদের কাছে। আর বিষয়টি নিয়ে বেশ বিরক্ত স্থানীয় থানা পুলিশ থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
স্থানীয়রা বলছেন, ব্যস্ত দুপুরে হঠাৎ শুরু হওয়া হইচই, রাস্তাজুড়ে দৌড়াদৌড়ি, ইট ছোঁড়া কিংবা কাঁদানে গ্যাসে কাশতে থাকা সাধারণ মানুষ— সবই এখন পরিচিত দৃশ্য। তাই পুলিশ থেকে স্থানীয় বাসিন্দাদের কাছে এসব ঘটনা যেন একটা ‘সিজনাল ফেস্টিভ্যালে’ পরিণত হয়েছে। এর সঙ্গে মাঝেমধ্যে আবার যুক্ত হন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও। সাম্প্রতিক বছরগুলোতে সংঘর্ষ, মারামারি এতটাই বেড়েছে যে, শিক্ষার্থীদের দৌড়াদৌড়ি দেখলেই এলাকাবাসী থেকে শুরু করে দোকানদার, পথচারী—সবাই যেন আগেই বুঝে ফেলেন, এবার কোন দল মারামারিতে নামবে।
তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, বছরের পর বছর ধরে চলা এই সংঘর্ষের কারণ বা নেপথ্যের ঘটনা প্রায়শই অজানা কিংবা আড়ালেই থেকে যায়। ফলে, কোন ঘটনাকে কেন্দ্র করে মারামারি কিংবা সংঘর্ষ শুরু হয়েছে সেটি না জেনেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ফলশ্রুতিতে তাৎক্ষণিকভাবে এটি লাঘব হলেও পরবর্তী সময়ে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। যা নিয়ে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের ‘সংঘর্ষের কারণ তারা (ছাত্ররা) আর আল্লাহ্ ছাড়া কেউ জানে না’ মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
খোদ পুলিশের হিসাব বলছে, গত বছরের অক্টোবর মাস থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত ৬ মাসে নিউমার্কেট, ধানমন্ডি ও কলাবাগান থানার আওতাধীন ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২০টি মারামারি-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ৪৮টি, সিটি কলেজের শিক্ষার্থীরা ৪২টি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ৩০টি সংঘর্ষে জড়িয়েছেন।
অবশ্য, গত কয়েক বছর ধরেই এই তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ছুতোয় সংঘর্ষ লেগেই আছে। অধিকাংশ সময় ফেসবুক স্ট্যাটাস, ফুটপাতে হাঁটা, চোরাগোপ্তা হামলা, কলেজ বাস ভাঙচুর, স্লেজিং এবং বুলিংকে কেন্দ্র করে সূত্রপাত হয় মারামারির। যা জিইয়ে রেখে কয়েক দিন দফায়-দফায় ঘটে সংঘর্ষ ও মারামারি।
বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা মুখ খুলতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, সামান্য বিষয়কে কেন্দ্র করেই এমন সংঘর্ষের সূত্রপাত হয়। আর কিছু শিক্ষার্থীর জন্য সবাইকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। দেখা যায়, কোনো একজন ছাত্রের ব্যক্তিগত বিরোধ, ক্রোধ অথবা ঝামেলা নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে কলেজে নিয়ে আসা হয়। একপর্যায়ে এসে কলেজের ঝামেলা হিসেবে সড়ক পর্যন্ত গড়ায়। এর জের ধরে উভয় কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এই সংঘর্ষের কারণে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। যা তাদের শিক্ষাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ভয়ে কলেজে আসা এবং যাওয়ার সময় তটস্থ থাকতে হচ্ছে। কর্তৃপক্ষের দুর্বল নজরদারি এবং পুলিশ প্রশাসন কড়াকড়ি না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, সামান্য কিছু হলেই মারামারি লেগে যায়। আমরা সাধারণ ছাত্ররা তো ভয়ে থাকি যে কখন কী হয়। ক্লাসে যেতেও ভয় লাগে, আবার ক্যাম্পাস থেকে বের হতেও ভয় লাগে। এই মারামারির জন্য আমাদের পড়াশোনার কত ক্ষতি হচ্ছে, সেটা কেউ বোঝে না।
সিটি কলেজের আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব আসলে কিছু শিক্ষার্থীর বাড়াবাড়ি। নিজেদের মধ্যে একটু ঝামেলা হলেই সেটাকে কলেজের ঝামেলা বানিয়ে ফেলে। আর এর ভুক্তভোগী হই আমরা সবাই। ঠিকমতো ক্লাস করতে পারি না, রাস্তায় বের হলে টেনশন লাগে।
এই শিক্ষার্থী আরও বলেন, আসলে মারামারির কারণগুলো অনেক সময় আমরা নিজেরাও ঠিকভাবে জানি না। হঠাৎ শুনি মারামারি শুরু হয়ে গেছে। পরে দেখি রাস্তা বন্ধ, চারদিকে শুধু ইট আর চিৎকার।
ধানমন্ডি আইডিয়াল কলেজের এক ছাত্রী বলেন, দেখেন যখন মারামারি শুরু হয়, তখন রাস্তায় একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আমরা মেয়েরা তো আরও বেশি আতঙ্কে থাকি। কখন কার গায়ে ইট পড়ে বা ধাক্কা লাগে, সেই ভয়ে থাকি। এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।

সম্প্রতি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের কারণ

গত ১৫ এপ্রিল এবং ২২ এপ্রিল সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে ১৫ এপ্রিলের সংঘর্ষের প্রকৃত কারণ এখনও অজানা। দুই কলেজের শিক্ষার্থীরাই এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, সিটি কলেজের শিক্ষার্থীরা প্রথমে তাদের সহপাঠীদের মারধর করেছেন। যার প্রতিবাদে সবাই রাস্তায় নেমে এসেছেন। আবার ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা দাবি করছেন, ঢাকা কলেজের ছাত্ররাই আগে তাদের সহপাঠীকে মেরেছেন। সেদিন সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে।
পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ঘটনা শুরুর প্রকৃত কারণ জানতে সময় লাগবে। তারা কী কী কারণে এটা করে, এরা (শিক্ষার্থীরা) এবং আল্লাহ্ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমরা ঘটনার সূত্রপাতের বিষয়টি পরে তদন্ত করে দেখব। তবে এরা মাঝেমধ্যে এই কাজ (সংঘর্ষ) করে থাকে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে স্ব-স্ব কলেজের শিক্ষকদের ভূমিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ শিক্ষকদের সহায়তা আমরা পেয়েছি। অনেকেই চেষ্টা করছিলেন তাদের শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে। তবে শিক্ষক প্রতিনিধিদের সংখ্যা আরও বেশি বড় হলে ভালো হয়। একজন বা কয়েকজন শিক্ষকের পক্ষে এত বড় সংঘর্ষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তবে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা কাজ করব।
ঠিক তার ৭ দিন পরই গত ২২ এপ্রিল (মঙ্গলবার) আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান এই দুই কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ছাত্র, পুলিশ, সাংবাদিকসহ ২০ জনের অধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেডের আশ্রয়ও নিতে হয়েছে পুলিশকে। এর জেরে পর পর দুই দিন উভয় প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ রাখা হয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনার পেছনের কারণও স্পষ্ট নয়। ২১ এপ্রিল (সোমবার) ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তবে কারা মারধর করেছে সেটি স্পষ্ট নয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, গতকালের একটি ঘটনার ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতেই আজকের সংঘর্ষের সূত্রপাত হয়েছে। গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সায়েন্সল্যাব এলাকায় মারধর করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মনে করেছেন— এর সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত। সেই জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

কলেজ শিক্ষার্থীদের কাণ্ডে বিরক্ত এলাকার মানুষ ও ব্যবসায়ীরা

রাজধানীর সায়েন্সল্যাব, নিউমার্কেট এবং ধানমন্ডি এলাকায় কলেজ শিক্ষার্থীদের ধারাবাহিক সংঘর্ষে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনায় প্রায়শই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন এবং ব্যবসায়ীরা সম্মুখীন হচ্ছেন চরম ক্ষতির।
স্থানীয়রা বলছেন, ব্যস্ত সময়ে হঠাৎ করে রাস্তায় হট্টগোল, দৌড়াদৌড়ি এবং ইটের বৃষ্টির মতো ঘটনা সামনে আসছে। এখন এটি যেন এক পরিচিত দৃশ্য। আবার সংঘর্ষের কারণে রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও চরম ভোগান্তির শিকার হন।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ী হানিফ ভূঁইয়া বলেন, যেদিন এদের মারামারি হয়, সেই দিনটিই পুরো মাটি হয়ে যায়। কাস্টমারের সংখ্যা কমে যায়। দিনের শেষে বিরাট ক্ষতি হয়।
সায়েন্সল্যাব এলাকার দোকানীরা বলছেন, ব্যবসা-বাণিজ্য লাটে ওঠার জোগাড়। যখন মারামারি লাগে, তখন সব দোকানপাট বন্ধ করে দিতে হয়। কাস্টমার তো দূরের কথা, নিজের জান বাঁচানোই কঠিন হয়ে পড়ে। আগে মাঝেমধ্যে দুই-একটা ঘটনা শুনতাম, এখন তো প্রায় প্রতিদিনই লাগে।
এমন অবস্থায় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের কঠোর অবস্থানের দাবিও জানিয়েছেন তারা।

সংঘর্ষ ঠেকাতে এবার কঠোর বার্তা কলেজ ও পুলিশ প্রশাসনের

প্রশাসন কিংবা কলেজ কর্তৃপক্ষ—দুই জায়গা থেকেই কোনো স্থায়ী উদ্যোগ চোখে পড়ছে না বলে মনে করেন শিক্ষার্থীরা। কেউ কেউ মনে করছেন, কর্তৃপক্ষ যদি ক্যাম্পাস পর্যায়ে পর্যবেক্ষণ জোরদার করত, অভ্যন্তরীণ মনিটরিং ব্যবস্থা থাকত, তাহলে এমন পরিস্থিতি এড়ানো যেত। আবার পুলিশের উপস্থিতিও অনেক সময়ই সংঘর্ষ শুরুর পরে দেখা যায়। তাই তাৎক্ষণিক ব্যবস্থার বাইরেও দীর্ঘমেয়াদি সমাধান দরকার বলে মনে করছেন শিক্ষার্থীরা।
এমন অবস্থায় এবার কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে কলেজ ও পুলিশ প্রশাসন। শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ এবং সংঘাত কমাতে গতকাল বুধবার (২৩ এপ্রিল) ধানমন্ডি মডেল থানায় দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠক করেন ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ এবং ডিএমপির রমনা বিভাগের ডিসি, এডিসি, ধানমন্ডি জোনের এসি ও তিন থানার ওসি।
মিটিংয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে— জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক পারভীন সুলতানা হায়দার জানান, আমরা কেউই চাই না কোনো কারণে শিক্ষার্থীদের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক। তারপরও বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এসব রোধে আমরা সম্মিলিতভাবে কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— এখন থেকে কলেজে কেউ উচ্ছৃঙ্খলতা করলে তাদের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে থানা পুলিশ ওই ছাত্রদের অভিভাবকসহ ডেকে এনে সতর্ক করবেন। তাতেও যদি তারা সতর্ক না হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এরপরও যদি তাদের পরিবর্তন না হয়, তাহলে প্রয়োজনে কলেজ থেকে টিসি দিয়ে বহিষ্কার করা হবে। আর কলেজের অধ্যক্ষরা মিলে একটি নীতিমালা তৈরি করবে যাতে এক কলেজ টিসি দিলে অন্য কলেজ তাদের ভর্তি না করে।
তিনি আরও জানান, পুলিশ প্রশাসনসহ কলেজের অধ্যক্ষ ও দুজন করে কলেজ প্রতিনিধির সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আপডেট তথ্য আদান-প্রদান করা হবে। একই সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য তিনটি কলেজই ক্লাসের সময় পুনর্নির্ধারণ করবে। এরপরও যদি কোনো শিক্ষার্থী সংঘাতের পথে পা বাড়ায়, তবে তার বিরুদ্ধে কলেজ ও পুলিশ প্রশাসনের সম্মিলিত ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
মার্কিন শুল্ক ও আইএমএফের কিস্তির অর্থ ছাড়: যুক্তরাষ্ট্র ও আইএমএফ সুনির্দিষ্ট প্রস্তাব চায়
মার্কিন শুল্ক ও আইএমএফের কিস্তির অর্থ ছাড়: যুক্তরাষ্ট্র ও আইএমএফ সুনির্দিষ্ট প্রস্তাব চায়
বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন বৈঠকে সাইডলাইনে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র ও আইএমএফ-এর প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। ওইসব বৈঠকে যুক্তরাষ্ট্রের আরোপিত ...
কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : অতিষ্ঠ জনগণ, বিরক্ত পুলিশ
কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : অতিষ্ঠ জনগণ, বিরক্ত পুলিশ
ভরদুপুরে ব্যস্ত নগরে নানামুখী কাজে মানুষ যখন বাইরে সময় পার করছেন, তখন হঠাৎ কলেজ ইউনিফর্ম পরা কিছু কিশোর গুরুত্বপূর্ণ সড়কের ...
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর ...
সিমলা চুক্তি কী, স্থগিত হলে ভারতের ওপর প্রভাব পড়বে?
সিমলা চুক্তি কী, স্থগিত হলে ভারতের ওপর প্রভাব পড়বে?
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। দুই পক্ষই প্রতিশোধমূলক পাল্টপাল্টি পদক্ষেপ ...
কুমিল্লায় প্রকাশ্যে ৩০০ কিশোরের অস্ত্রের মহড়া, আতঙ্কে নগরবাসী
কুমিল্লায় প্রকাশ্যে ৩০০ কিশোরের অস্ত্রের মহড়া, আতঙ্কে নগরবাসী
কুমিল্লা নগরীতে ছুটির দিনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন পুরো নগরবাসী। এ ...
পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।শনিবার (২৬ ...
ভারত-পাকিস্তান যুদ্ধের পরিণতি কী হবে?
ভারত-পাকিস্তান যুদ্ধের পরিণতি কী হবে?
দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ- ভারত ও পাকিস্তান। পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা দৃশ্যমান। বহির্বিশ্বের ...
ভারতকে ছাড় দিতে নারাজ পাকিস্তান, চূড়ান্ত জবাবের প্রস্তুতি
ভারতকে ছাড় দিতে নারাজ পাকিস্তান, চূড়ান্ত জবাবের প্রস্তুতি
কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তাদের বিরুদ্ধে ...
‘আমি কথা বলতে চাই’─ আইনি নোটিশ প্রসঙ্গে তাসনিম জারা
‘আমি কথা বলতে চাই’─ আইনি নোটিশ প্রসঙ্গে তাসনিম জারা
ডা. তাসনিম জারাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে।এ নিয়ে শুক্রবার (২৫ ...
১০
আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস
আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির ‘দোহাই’ দেয়। ...
 
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী পরিবারের উপর হামলা
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী পরিবারের উপর হামলা
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের প্রবাসী পরিবারের উপর হামলার ঘটনা ঘটে। এতে নারী সহ ৩জন আহত হয়।সোমবার (২১এপ্রিল) সকালে সদর ...
টাঙ্গাইলে দুর্ণীতি প্রমানের পরও স্বপদে বহাল প্রকৌশলী আজমী
টাঙ্গাইলে দুর্ণীতি প্রমানের পরও স্বপদে বহাল প্রকৌশলী আজমী
দুর্ণীতি প্রমানিত হওয়ার পরও স্বপদে বহাল হলেন টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে ...
রামুতে বৌদ্ধদের স্বর্গপূরী উৎসবে সম্প্রীতির সম্মিলন
রামুতে বৌদ্ধদের স্বর্গপূরী উৎসবে সম্প্রীতির সম্মিলন
কক্সবাজারের রামুতে বৌদ্ধদের স্বর্গপূরী উৎসব বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষের অংশ গ্রহনে সম্প্রীতির সম্মিলনে  পরিনত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠান উৎসবমুখর ...
ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া বিকল্প কিছু নাই
ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া বিকল্প কিছু নাই
বর্তমানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পরিস্থিতি একেবারেই ভিন্ন। দশকের পর দশক সময় ধরে চলা ইসরাইলের বর্বর আগ্রাসনের কারণে ধ্বংসস্তূপে পরিণত ...
টাঙ্গাইলে নদী পাড়ের অসহায় বঞ্চিত মানুষের চলাচলের রাস্তা বন্ধের পায়তারা
টাঙ্গাইলে নদী পাড়ের অসহায় বঞ্চিত মানুষের চলাচলের রাস্তা বন্ধের পায়তারা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকার নদী পাড়ের অসহায় ও বঞ্চিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। টি.আর. (ট্রান্সফার ...
রামু মরিচ্যা বিজিবি'র চেকপোস্টে ২ লক্ষ ৪৯ হাজার নকল টাকা নিয়ে মেম্বারসহ আটক ৩
রামু মরিচ্যা বিজিবি'র চেকপোস্টে ২ লক্ষ ৪৯ হাজার নকল টাকা নিয়ে মেম্বারসহ আটক ৩
কক্সবাজারের রামুতে ২ লাখ ৪৯ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে আটক করা হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) আনুমানিক রাত ১১টার দিকে ...
চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুরে আইন শৃংখলা সমুন্নত রাখতে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুরে আইন শৃংখলা সমুন্নত রাখতে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে ছত্রাজিতপুর কেন্দ্রীয় ...
টাঙ্গাইলে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
টাঙ্গাইলে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ...
মালয়েশিয়ায় নির্মিত 'কোলকাতার ট্যুরিস্ট গাইড'
মালয়েশিয়ায় নির্মিত 'কোলকাতার ট্যুরিস্ট গাইড'
উদয়ীমান নাট্য অভিনেতা ফরহাদ বাবু। তিনি টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিত লাভ করেছেন। সম্প্রতি তাঁর  অভিনীত মালয়েশিয়ায় নির্মিত কোলকাতার ট্যুরিস্ট ...
১০
বাংলাদেশ-ভারত বাণিজ্য: টানাপড়েনে ক্ষতিগ্রস্ত কারা?
বাংলাদেশ-ভারত বাণিজ্য: টানাপড়েনে ক্ষতিগ্রস্ত কারা?
বাংলাদেশে বিদেশিদের নিয়ে বিনিয়োগ সম্মেলন চলাকালে গত ৮ই এপ্রিল হুট করে দুই দেশের মধ্যকার ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ঘোষণা দেয় ভারত। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com