![]() আইসিএসবি কর্তৃক “চার্টার্ড সেক্রেটারী পেশা- সুযোগ ও পেশাগত প্রতিবন্ধকতা” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
নতুন বার্তা, ঢাকা:
|
![]() আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস স্বাগত বক্তব্য প্রদান করেন ও ওয়েবিনারের সভাপতিত্ব করেন। জনাব মোহাম্মদ ইকবাল চৌধুরী এফসিএস, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, উপরোক্ত বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইসিএসবি-এর প্রাক্তন প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য এবং মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস, চার্টার্ড সেক্রেটারীজ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও লিড কনসালটেন্ট জনাব মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস এবং আইসিএসবির কাউন্সিল সদস্য ও মেঘনা সিমেন্ট মিলস পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (চিফ কমপ্লায়েন্স অফিসার) জনাব এম. নাসিমুল হাই এফসিএস। আইসিএসবি-এর কাউন্সিল সদস্য এবং পরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস ওয়েবিনারটি সঞ্চালনা করেন। আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস স্বাগত বক্তব্যে ওয়েবিনারে অংশগ্রহনের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি আজকের জটিল কর্পোরেট বিশ্বে চার্টার্ড সেক্রেটারীদের ক্রমবর্ধমান গুরুত্বের উপর আলোকপাত করেন এবং গভার্নেন্স, কৌশল এবং বৈশ্বিক পর্যায়ে তাদের সুযোগসমূহের পাশাপাশি এতদসংক্রান্ত বিধিমালার পরিবর্তন ও প্রযুক্তিগত বিপর্যয়ের মতো চ্যালেঞ্জসমূহের কথাও উল্লেখ করেন। জনাব আলম চার্টার্ড সেক্রেটারী পেশার ভবিষ্যৎ উন্নয়নে ধারাবাহিক শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। মূল প্রবন্ধ উপস্থাপক জনাব ইকবাল চৌধুরী অংশগ্রহণকারীদের উদ্ভুত প্রবণতা, আগ্রহের ক্ষেত্র, প্রত্যাশা, চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে জানতে একটি তাৎক্ষণিক জরিপ পরিচালনা করেন। তার মূল প্রবন্ধে তিনি চার্টার্ড সেক্রেটারীদের ভুমিকা কীভাবে পেশা ও পেশাগত পরিমণ্ডলের বাইরে প্রসারিত হচ্ছে তা তুলে ধরেন এবং অভিযোজন ক্ষমতা, নিরবচ্ছিন্ন শিক্ষা এবং বহুমুখী নেতৃত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। অনুপ্রেরণাদায়ী সাফল্যের দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমে কীভাবে কর্পোরেট গভর্ন্যান্স, ফাইন্যান্স, উদ্যোক্তা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীগণ তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন, সেই বিষয়ে তিনি বিস্তারিত আলোকপাত করেন। কর্মক্ষেত্রে নানাবিধ পরিবর্তনের সাথে পেশাজীবিদের অভিযোজনের ক্ষমতা, কর্পোরেট খাতে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপসহ সার্বক্ষণিক শিক্ষা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে অর্জিত সুযোগসমূহ কাজে লাগানোর তিনি অংশগ্রহণকারীদের আহ্বান জানান। মূল প্রবন্ধ সংশ্লিষ্ট আলোচনায় অংশ নিয়ে জনাব মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস আইসিএসবি-এর সেমিনার ও কনফারেন্স সাব কমিটিকে এ ধরণের ওয়েবিনার আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে, চার্টার্ড সেক্রেটারীগণ তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠানে নেতৃত্বদানের মাধ্যমে অবদান রাখার সক্ষমতা রাখেন এবং কর্মক্ষেত্রে তাদের জন্য অবারিত সুযোগ রয়েছে। তিনি চার্টার্ড সেক্রেটারীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের কাজের পরিধি বিস্তৃত করার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন। একই সাথে তথ্য প্রযুক্তি জ্ঞানে দক্ষতা বৃদ্ধির এবং যুগের চাহিদানুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি-নির্ভর কর্ম-পরিবেশ সম্পর্কে পর্যাপ্ত দক্ষতা অর্জনের আহ্বান জানান। অপর আলোচক জনাব এম. নাসিমুল হাই এফসিএস বলেন, আজকের দিনে চার্টার্ড সেক্রেটারীগণ শুধু কমপ্লায়েন্স অফিসার নন, বরং গভার্ন্যান্স লিডার হিসেবে বিকশিত হচ্ছেন। তিনি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইটি দক্ষতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান উদীয়মান সাইবার হুমকির সম্ভাব্যতা মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার বিষয়েও গুরুত্ব দেন। তিনি স্টেকহোল্ডারদের সঙ্গে স্বচ্ছতা ও সততার সাথে যোগাযোগ রক্ষার প্রয়োজনীয়তার পাশাপাশি, কর্মক্ষেত্রে ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ পরিস্থিতি তৈরি না করা এবং প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় উৎকর্ষতা সাধনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আইসিএসবি-এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য অংশগ্রহন করেন। আলোচনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সেশন চেয়ারম্যান, মূল প্রবন্ধ উপস্থাপক ও আলোচকগণ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরিশেষে, আইসিএসবি-এর সেমিনার ও কনফারেন্স সাব কমিটির সদস্য সচিব জনাব শেখ মোঃ সরফরাজ হোসেন এফসিএস-এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ওয়েবিনার এর পরিসমাপ্তি ঘোষণা করেন। সমাপনী বক্তব্যে তিনি সেশন চেয়ারম্যান, মূল প্রবন্ধ উপস্থাপক, আলোচকবৃন্দ, কাউন্সিল সদস্যবৃন্দ, আইসিএসবির সদস্যবৃন্দ এবং সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি |