![]() রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, নান্টু রুবেল গ্রেফতার
নতুন বার্তা, ঢাকা:
|
![]() সোমবার (২৮ এপ্রিল) বিকেলে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুরের এডিসি সোনাহার আলী। ডিবি সূত্র জানিয়েছে, গত ১৫ এপ্রিল ভোরে অংগ্যজাই মারমা ও তার চাচাতো বোন শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছালে ইমরান খান সাকিব, নান্টু রুবেল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে মারমা ও তার চাচাতো বোনকে ভয় দেখায়। তারা তাদের কাছে থাকা টাকা, ব্যাংকের কার্ড, রুপার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী একটি মামলা করেন। সেই মামলায় রুবেলকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও একজনকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃত রুবেল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইয়ে জড়িত অপর একজনকে গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। |