![]() বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান তরুণ কণ্ঠশিল্পী মাহদিয়া জাহান ঈশাল সংগীত, নৃত্য ও অভিনয়ে এক উজ্জ্বল নাম
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, :
|
![]() দুই বছর বয়স থেকে তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করছেন, যেখানে তিনি বাবা-মা ও একান্নবর্তী পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বসবাস করেন। সংস্কৃতি ও অভিনয়ের পাশাপাশি ঈশাল পড়াশোনাতেও সমানভাবে কৃতিত্বপূর্ণ। অত্যন্ত মেধাবী ঈশাল যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উচ্চ বিদ্যালয় থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির দশম শ্রেণির শিক্ষার্থী। তার মা রোকেয়া জাহান হাসি একজন উচ্চপদস্থ আইটি বিশেষজ্ঞ, নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে তিনি সুপরিচিত, পাশাপাশি ওয়াশিংটন ডিসি বাংলা স্কুলের নৃত্য শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার বাবা মাহ্সাদুল আলম রূপম একজন উচ্চপদস্থ ফাইন্যান্সিয়াল এবং ক্লাউড টেকনোলজি বিশেষজ্ঞ, প্রযুক্তিবিষয়ক বক্তা ও সংগঠক। উভয়েই যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কর্মরত। সংগীত শিক্ষার যাত্রা: মা রোকেয়া জাহান হাসি ও নানী মমতাজ জাহান এর অনুপ্রেরণায় ঈশাল সাত বছর বয়সে হাস্তাসারা পারফর্মিং আর্টস থেকে কর্ণাটিক সংগীতের মাধ্যমে সংগীতচর্চা শুরু করেন। নয় বছর বয়স থেকে তিনি নিয়মিত তার প্রধান সংগীত গুরু উৎপল বড়ুয়া-এর কাছে তালিম নিচ্ছেন। এছাড়া, ওয়াশিংটন ডিসি বাংলা স্কুলের সংগীত গুরু নাসের চৌধুরী এবং বাংলাদেশ বেতার ও টেলিভশন এর অন্তর্ভুক্ত সংগীত শিল্পী বাসার শিকদার এর কাছেও তিনি সংগীত প্রশিক্ষণ গ্রহণ করে। পাশাপাশি ঈশাল বিখ্যাত সেতার বাদক ওস্তাদ ইরশাদ খান এর কাছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল সংগীতের প্রশিক্ষণ নিচ্ছেন। ওস্তাদ ইরশাদ খান হলেন ওস্তাদ ইমরাত খানের পুত্র এবং উপমহাদেশের কিংবদন্তি সেতার বাদক ওস্তাদ বিলায়েত খানের ভাতিজা। নৃত্য ও অভিনয়ে ঈশালের দক্ষতা: গানের পাশাপাশি নৃত্যেও ঈশাল সমান পারদর্শী। ছোটবেলা থেকেই তিনি মা রোকেয়া জাহান হাসির কাছে নৃত্যের হাতেখড়ি, মা তার নাচের গুরু। পরবর্তীতে বর্ণমালা শিক্ষাঙ্গন নৃত্যের প্রশিক্ষন ও সংগীত আগারওয়াল এর কাছ থেকে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি নিয়মিত ওয়াশিংটন ডিসি বাংলা স্কুলের নৃত্যগুরু রোজমেরি মিতু রিবেইরো কাছে নৃত্যের তালিম নিচ্ছে । তিনি ওয়ার্দা রিহাবের কাছে মণিপুরী নৃত্যের তালিম নিয়েছেন। সাংস্কৃতিক ক্ষেত্রে ঈশালের অর্জন: ঈশাল ছোটবেলা থেকেই বিভিন্ন বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছেন এবং অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার কিছু উল্লেখযোগ্য সাফল্য হলো: আরটিভি ইয়াং স্টার ইউএসএ ২০২৩ - প্রথম রানার আপ (ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ঢাকায়)। চ্যানেল আই সেরা কণ্ঠ ২০২৩ (উত্তর আমেরিকা) - চতুর্থ স্থান। ফোবানা ২০২১ - "ড্যান্স আইডল" এবং সংগীতে প্রথম স্থান। ফোবানা ২০১৬ - নৃত্যে প্রথম স্থান। নজরুল সম্মেলন ২০১৬ - নৃত্যে প্রথম স্থান ও অন্যান্য বহু আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। বিশেষ মঞ্চ পারফরম্যান্স: ১৬ বছর বয়সী ঈশাল বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে সংগীত ও নৃত্যে অত্যন্ত পরিচিত মুখ। ২০২৩ সালে R টিভি মিউজিক্যাল শো R Music এবং এই রাত তোমার আমার অনুষ্ঠানে ঈশালের গাওয়া বেশ কিছু গান প্রচারিত হয়। এছাড়া RTV রিয়ালিটি শো ইয়াং স্টার ইউএসএ ২০২৩ প্রচারিত ঈশালের প্রতিটি গান টিভি দর্শক শ্রোতাদের প্রশংসা পেয়েছে। ২০২৪ সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (নিউ ইয়র্ক) - যেখানে তিনি বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকাদের গান পরিবেশন করে মঞ্চ মাতিয়েছেন। ২০২৪ সালে তিনি "হাসান জানের রাজা" নাটকে পারফর্ম করেন, যা ভার্জিনিয়া, নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত থিয়েটার কেনেডি সেন্টার, ওয়াশিংটন ডিসিতে মঞ্চস্থ হয়েছে। ২০২৪ সালে তিনি ইংলিশ মিউজিক্যাল ড্রামা "SpongeBob"-এ প্রধান নারী চরিত্র Sandy Cheeks-এর ভূমিকায় অভিনয় করেন। এই মিউজিক্যাল নাটকটির মোট ৬টি প্রদর্শনী হয়েছে এবং এতে তার গায়কীর জন্য বিশেষ প্রশংসা অর্জন করেন। তিনি প্রবাসে বিভিন্ন অর্গানিজশনের অনুষ্ঠানে নিয়মিত শিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অল্প সময়ে তরুণ প্রজন্মের উদীয়মান বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান শিল্পী হিসেবে তার এই অর্জন ও বাংলা সংস্মৃতির প্রতি ভালোবাসার স্বীকৃতি স্বরূপ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, একাত্তর ফাউন্ডেশন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি - ডিএমভি, ওয়াশিংটন বৈদিক কালচারাল ফাউন্ডেশন, আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস, বর্ণমালা শিক্ষাঙ্গন, স্টারডম এন্টারটেইনমেন্ট অব ওয়াশিংটন ডিসি ক্রেস্ট প্রদান করে। |