![]() ১৪ বছরের সূর্যবানসির দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের
নতুন বার্তা, ঢাকা:
|
![]() এতে ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইলো রিয়ান পরাগের রাজস্থান। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে শুভমান গিলের গুজরাট। লক্ষ্য ছিল ২১০ রানের। বৈভব সূর্যবানসি আর জসশ্বী জয়সওয়াল ৭১ বলে ১৬৬ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত গড়া হয়ে যায় রাজস্থানের। ৩৮ বলে ৭ চার আর ১১ ছক্কায় ১০১ রানের টর্নেডো ইনিংস খেলেন সূর্যবানসি। ২ বলে ৪ করে আউট হন নিতিশ রানা। বাকি পথটা অনায়াসেই পাড়ি দিয়েছেন জয়সওয়াল আর পরাগ। ৪০ বলে ৯ চার আর ২ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। ১৫ বলে হার না মানা ৩২ করেন পরাগ। এর আগে শুভমান গিল আর জস বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ২০৯ রানের সংগ্রহ গড়ে গুজরাট টাইটান্স। জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে গুজরাট। দুই ওপেনার শাই সুদর্শন আর শুভমান গিল ৬ ওভারের পাওয়ার প্লেতে তুলে দেন ৫৩ রান। অবশেষে তাদের ৯৩ রানের মারকুটে জুটিটি ভাঙে ১০ ওভার পার করে। ৩০ বলে ৩৯ করে ফেরেন সুদর্শন। দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন গিল। কিন্তু গুজরাট অধিনায়কের আশা পূরণ হয়নি, থামতে হয়েছে ৮৪ রানে। ৫০ বলের ইনিংসে ৫টি চার আর ৪টি ছক্কা হাঁকান গিল। এরপর ওয়াশিংটন সুন্দর ফিরে যান ৮ বলে ১৩ করেই। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকানো রাহুল তেয়াতিয়ার ব্যাট থেকে আসে ৪ বলে ৯। ২৬ বলে ৩ চার আর ৪ ছক্কায় ফিফটি পূরণ করেন জস বাটলার। মাহিশ থিকসানা ৩৫ রানে নেন ২টি উইকেট। |