![]() রামু জামেয়াতুল উলূম আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
খালেদ হোসেন টাপু , রামু :
|
![]() জামেয়াতুল উলূম আল ইসলামিয়া মাদরাসার পরিচালনা পরিষদের প্রধান মাওলানা হেফাজতুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স ও জামেয়াতুল উলূম আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার অবকাঠামোগতসহ সার্বিক উ্ন্নয়নে সাহায্যের আশ্বাস দেন এবং এ কোরআনের বাগিচায় উপস্থিত হতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মাদ্রাসা পরিচালনা পরিষদ সদস্য মাওলানা কাজী এরশাদুল্লাহ ও শিক্ষক মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রামু কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি হাজী ছৈয়দ আকবর। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা মুহাম্মদ তৈয়ব। এতে আরো বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষা পরিচালক মাওলানা জয়নুল আবেদীন, পরিচালনা পরিষদের সদস্য মাওলানা আবদুল হান্নান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে কমিটির সদস্য, শিক্ষক, ছাত্রসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন| আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ন ১৮ জন ছাত্ররা হলেন- জামাতে শাশুমে ৩ জন শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম আরিফ ও আবরারুল হক আফনান। জামাতে হাস্তুমে ৫ জন সাইফুল ইসলাম, রিয়াদ হাসান, সালমান ওয়াহেদ, রিয়াজ উদ্দিন ও রিয়াজুল ইসলাম। জামাতে নাহুমে ২ জন ইব্রাহিম হানিফ ও আবুল কাসেম। জামাতে দাহুমে ৭ জন মাহমুদ, আবদুল্লাহ, আলী হাসান, আব্বাস উদ্দীন, যায়েদ, সায়েদ ও মাহদি ইসলাম এবং হেফজ বিভাগে ১ জন হুমায়ন কবির। |