/ মিডিয়া / চিলমারী প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মাহবুব,সাধারন সম্পাদক মামুন,সাংগঠনিক সম্পাদক মেহেদী
চিলমারী প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মাহবুব,সাধারন সম্পাদক মামুন,সাংগঠনিক সম্পাদক মেহেদী
শফিউল ইসলাম শাফি,কুড়িগ্রাম:
Published : Saturday, 25 November, 2017 at 6:00 PM
|
প্রেসক্লাব চিলমারীর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় প্রেস ক্লাব হল রুমে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল হান্নান মল্লিক নির্বাচন পরবর্তী ফলাফলে গোলাম মাহবুব(দৈনিক যুগান্তর)কে সভাপতি,মামুন অর রশিদ(দৈনিক ভোরের কাগজ)কে সাধারন সম্পাদক ও আব্দুল লতিফ মেহেদী(দৈনিক খোলাকাগজ)কে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ঘোষনা করেন। অন্যান্য পদে,সহ-সভাপতি মোজাফ্ফর রহমান,যুগ্ন সাঃ সম্পাদক আঃ রহিম দুলাল,অর্থ সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সাহিত্য ক্রীড়া ও সংবাদ বিষয়ক সম্পাদক আহসান হাবিব আপেল,নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনিরা আলম মিমি,দপ্তর সম্পাদক সৌরভ রঞ্জন রায়,প্রচার সম্পাদক সাহেব আলী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছাবেদ আলী মন্ডল,কার্যকরী সদস্য জিয়াউর রহমান জুয়েল,মঞ্জুরুল আহসান ও সিদ্দিকুল ইসলাম খোকনকে বিজয়ী ঘোষনা করেন। এর আগে নির্বাচন কমিটির আহবায়ক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে নির্বাচনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী,ওসি কৃষ্ণ কুমার সরকার,প্রাক্তন শিক্ষক নজির হোসেন বিএসসি,এবং নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে প্রবীণ সাংবাদিক নাজমুল হুদা পারভেজ,এমএআই লাল মিয়া,চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু,সহ-সভাপতি এসএম নুরুল আমিন সরকার,সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক শ্যামল চন্দ্র রায়,মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
|