![]() সাতক্ষীরায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
এস এম আব্দুল্লাহ, সাতক্ষীরা:
|
![]() সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ইমান আলী ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া করে। পরে আলিপুর নাথপাড়ার বড়পুকুর কান্দায় গিয়ে চালককে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তিনি আরও জানান, ইমান আলীর মাথায় ও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। |