![]() সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
এম.এম আব্দুল্লাহ, সাতক্ষীরা:
|
![]() সাতক্ষীরা ৩৮ বিজিবির ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম জানান, ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় একটি স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে সাত পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের কথা স্বীকার করেছে। |