![]() বেনাপোল স্থলবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল ফী বৃদ্ধি: যাত্রীদের ক্ষোভ
প্রভাষ দলপতি, বেনাপোল:
|
![]() বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, যাত্রীদের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ সবসময় আন্তরিক। আর কিছুদিনের মধ্যে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করা হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফী আদায়ের বিষয়টি জানা নেই। |