![]() যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় পিস্তল উদ্ধার করেছে বিজিবি
প্রভাষ দলপতি, বেনাপোল:
|
![]() বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি স্থানীয় বড় আচঁড়ার এমপির মোড় এলাকায় অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র বেচাকেনা করে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সুবেদার আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে ল্যান্স নায়েক নাসির উদ্দিন, সিপাহী সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল খালেক ও মোস্তাফিজুর রহমান সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে তারা পালিয়ে যায়। ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবদার আব্দুল ওয়াহাব অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন । |