![]() টাঙ্গাইল-৪ আসনে ধানের শীষের মনোনয়ন দৌড়ে এগিয়ে বাদলুর রহমান খান
নতুন বার্তা, টাঙ্গাইল:
|
![]() জানা গেছে, টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনটিতে নেতৃত্বের শূন্যতা বিরাজ করছে। একসময় ওই আসনে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দুই নেতা আব্দুল লতিফ সিদ্দিকী ও শাজাহান সিরাজ। ধর্ম নিয়ে কটূক্তি করে মন্ত্রিত্ব হারানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হয়েছেন। এদিকে বিএনপি নেতা শাজাহান সিরাজ বার্ধক্যজনিত নানা রোগে এখন শয্যাশায়ী। ২০১৪ সালে বিনাভোটে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন লাতিফ সিদ্দিকী। কিন্তু দল থেকে বহিষ্কারের পর উপনির্বাচনে এমপি হন আওয়ামী লীগ নেতা সোহেল হাজারী। ধারণা করা হচ্ছেÑ এবারও নৌকার মনোনয়ন পাবেন তিনি। এদিকে শাজাহান সিরাজের অবর্তমানে ২০০৮ সালে মনোনয়ন দেয়া হয়েছিল রাজনীতিতে অপরিচিত মুখ ব্যবসায়ী লুৎফর রহমান মতিনকে। যদিও ওই নির্বাচনে ধানের শীষের টিকিটের জোর দাবিদার ছিলেন ওয়ান-ইলেভেন সরকারের বিরুদ্ধে প্রবাস আন্দোলনের মূল রূপকার সাবেক ছাত্রনেতা ও মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রাহমান খান। এরপর গত দশ বছর নিজের ব্যবসা বাঁচাতে লুৎফর রহমান মতিন রাজনীতি থেকে নির্বাসনে চলে যান। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন এলাকার নেতাকর্মীদের সঙ্গে। কালিহাতির নেতাকর্মীরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এমতাবস্থায় নির্বাচনী মাঠে আছেন মালয়েশিয়ার বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রাহমান খান, সাবেক ছাত্রনেতা বেনজির আহমেদ টিটু এবং ইঞ্জিনিয়ার হালিম। সার্বিক বিবেচনায় ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানকেই বিএনপি ধানের শীষের মনোনয়ন দেবে বলে ধারণা করা হচ্ছে। |