/ ত্রিপুরা / সরকারি কর্মীরা কি শ্রমিক; মে দিবসে ছুটি কেন, প্রশ্ন বিপ্লব দেবের
সরকারি কর্মীরা কি শ্রমিক; মে দিবসে ছুটি কেন, প্রশ্ন বিপ্লব দেবের
প্রসেনজিৎ দাস, ভারত:
|
সরকারি কর্মচারীদের মে
দিবসের ছুটি বাতিল নিয়ে জোরাল সওয়াল করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব
দেব। রাজ্য সরকার ওইদিন একমাত্র শিল্পক্ষেত্রে যারা কাজ করেন তাদের ছুটি
দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে। এনিয়ে জোর শোরগোল শুরু হয়েছে রাজ্যে।এক
অনুষ্ঠানে বিপ্লব দেব বলেন, জানার চেষ্টা করলাম দেশের কোথায় কোথায় মে
দিবসে ছুটি রয়েছে। দেখলাম দেশের খুব কম রাজ্যেই ওইদিন ছুটি দেওয়া হয়।
অন্যান্য রাজ্যে পুরো দিন ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু সরকারি কর্মচারীদের
ছুটির কিসের দরকার? তারা কি শ্রমিক? মে দিবস তো শ্রমিকদের জন্যই। সরকার
তো তাদের জন্য ছুটি দিয়েছে! কিন্তু সেক্রেটারিয়েটে যারা রয়েছেন তারা কি
শ্রমিক? নিশ্চয় নয়! তারা ফাইল দেখেন। আপনাদের কেন ছুটি প্রয়োজন? কি করবেন
ছুটি নিয়ে? একথা মাথায় রেখে সরকার ঠিক জায়গায় ঠিক সিদ্ধান্ত নিয়েছে।
শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে।
|