![]() সুন্দরগঞ্জে মাদরাসায় দুর্ধর্ষ চুরি
আতোয়ার রহমান রানা,গাইবান্ধাঃ
|
![]() এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হুদা সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ
সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সকাল ৯টার দিকে কর্তৃপক্ষ ও গ্রামবাসি
মাদরাসাটির তিনটি কক্ষের দরজার তালা ভাঙ্গা দেখতে পায়। পরে ভিতরে প্রবেশ
করে তিনটি কক্ষের বেশকিছু সরঞ্জামাদি পাওয়া যায়নি। আজ
সরেজমিনে গিয়ে জানা যায়, চুরি যাওয়া সরঞ্জামাদির মধ্যে রয়েছে একটি সেচ
পাম্প মোটর, ২টি সৌরবিদ্যুৎ চালিত সোলার ব্যাটারি ও ৪টি সিলিং ফ্যান।
করোনাভাইরাস মহামারিতে সরকারি নির্দেশনায় মাদরাসা বন্ধ থাকার সুযোগ নিয়ে গত
১০ এপ্রিল রাতে সংঘবদ্ধ চোর চক্র চুরির ঘটনা ঘটায়। সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ বলেন, এ নিয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। |