/ সারাদেশ / নাটোরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাটোরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো: সালমান হোসাইন , নাটোর:
|
নাটোরে জেলা জাতীয় পার্টি ও সহযোগী সকল অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৫ ঘটিকার সময় জেলার বনপাড়া নিউ ক্যাফে চাইনিজ রেস্টুরেন্টে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক মোঃ আলাউদ্দিন মৃধার সভাপতিত্বে ও জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সমাজকল্যাণ সম্পাদক সালমান হোসাইন এর সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সাবেক অতিরিক্ত সচিব ড. নূরন্নবী মৃধা, যুগ্ম আহ্বায়ক ও লালপুর উপজেলা জাপার আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা জাপার আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক ও বড়াইগ্রাম উপজেলা জাপার আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, সিংড়া উপজেলা জাপার সদস্য সচিব কাজী নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র সমাজের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবু সাঈদ হিরন, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ন আহ্বায়ক নাজমুল আহসান খান প্রমূখসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার জাতীয় পার্টি ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতারা ঈদ পরবর্তী সময়ে সকল উপজেলা ও নাটোর জেলা জাতীয় পার্টির সম্মেলন বিষয়ে আলোচনা করেন এবং আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। |