![]() খাগড়াছড়ি হতে ১৩৮ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নতুন বার্তা, খাগড়াছড়ি:
|
![]() র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (বিদেশী মদ) বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলার সদর থানাধীন হাতির কবর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৫ জুলাই ২০২২ দুপুর ১টা ৪০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে অতুল চাকমা (৩৯) এবং অনন্ত চাকমা (৩৪)'কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হাতে থাকা ২টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে আসামীদের নিজ হাতে বের করে দেয়া মতে মোট ১৩৮ বোতল বিদেশী মদ উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য (বিদেশী মদ) সীমান্তবর্তী এলাকা হইতে স্বল্পমূল্যে ক্রয় করে তা খাগড়াছড়ি জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। |