![]() জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
আব্দন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
![]() শনিবার রাত ৮ টায় জয়পুরহাট -বগুড়া মহাসড়কের এমআর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজার রহমান (৪৫) উপজেলার পুনট ইউনিয়নের মাধাই মহল্লার ইব্রাহিম হোসেনের ছেলে। আহত হয়েছেন নিহতের ভাগিনা মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলাম (২৫) ও থুপসাড়া মহল্লার সাইকেল চালক মুকুল হোসেন (৫০)। প্রত্যক্ষদর্শী সড়াইল এলাকার রাজিব হোসেন বলেন মোটরসাইকেল নিয়ে মাহফুজার পুনট থেকে কালাই আসার পথে এমআর ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের সাথে ধাক্কা লাগলে মোটর সাইকেল থেকে ছিটকে পরে যায় চালক ও সাথে থাকা একজন আরোহী। এতে গুরতর আহত হয় মোটরসাইকেল চালক মাহফুজার ও তার ভাগিনা মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলাম এবং সাইকেল চালক মকবুল হোসেন। স্থানীয়রা আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কত্যর্বরত চিকিৎসক সুজয় সাহা মোটরসাইকেল চালক মাহফুজারকে মৃত ঘোষণা করেন। কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন। |