/ সারাদেশ / সরিষাবাড়ীতে শেখ হাসিনার উন্নয়নের পদযাত্রা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে শেখ হাসিনার উন্নয়নের পদযাত্রা অনুষ্ঠিত
শফিকুল ভূইয়া, নিজস্ব প্রতিবেদকঃ
|
জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পদযাত্রা
অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৪ এপ্রিল) বিকেলে ১৪১ জামালপুর-৪
(সরিষাবাড়ী) আসনের আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী ও তেঁজগাও কলেজের
সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদের আয়োজনে এ পদ যাত্রাটি অনুষ্ঠিত হয়।
পদযাত্রাটি সরিষাবাড়ী পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সংসদ মোড়, রেলওয়ে স্টেশন মোড়সহ উপজেলা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজারে শেষ হয় । পদযাত্রা শেষে উপজেলার শিমলা বাজার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এম.পি প্রার্থী তেঁজগাও কালেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, “আমি যদি এম.পি হতে পরি! তাহলে সরিষাবাড়ীতে কোন চাঁজাবাজি থাকবে না, সরিষাবাড়ীর কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। তিনি আরো বলেন, সরিষাবাড়ীতে উল্লেখ্যযোগ্য কোন উন্নয়ন হয়নি। আমাদের নেতা মির্জা আজম যেভাবে জামালপুর, মাদারগঞ্জ, মেলাদহ উন্নয়ন করেছে। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে নির্বাচিত হয়ে আমার নেতা মির্জা আজমকে সাথে নিয়ে সরিষাবাড়ীকে উন্নয়নের রোল মডেল তৈরি করবো। পদযাত্রা শুরুর পূর্বে পৌরসভা চত্ত¡রে আলোচনা সভায় মিজানুর রহমান এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর- রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, পৗর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাতপোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পদ যাত্রায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ ৪ হাজার নেতাকর্মীরা অংশ নেয় । পদ যাত্রায় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র ব্যানার ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে তুলে ধরা হয়। |