/ সারাদেশ / গুলিবিদ্ধ সেই উপজেলা চেয়ারম্যান মারা গেছেন
গুলিবিদ্ধ সেই উপজেলা চেয়ারম্যান মারা গেছেন
নতুন বার্তা, নরসিংদী:
|
নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খান মারা গেছেন। বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উপজেলা চেয়ারম্যান হারুনের ভাতিজা ফজলে রাব্বি খান বলেন, ‘কাকুর (হারুন) অবস্থার অবনতি হলে গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাই। সেখান থেকে দেশে ফিরি চলতি মাসের ২ তারিখে। পরে আবার তার অবস্থার অবনতি হলে ৭ মে এভারকেয়ারে ভর্তি করানো হয়। এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় তার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও তিনি আর চোখ মেলে তাকাননি। এরপর বুধবার বিকেল ৫টার দিকে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, ‘দেশে ফিরে এসে কাকু সারাক্ষণ শুধু এসব নিয়েই ভাবতেন। পুলিশ কেন আসামিদের ধরছে না তা বার বার জানতে চাইতেন। প্রধান আসামির সঙ্গে দুবাইয়ে অনেকেই যোগাযোগ ও তাকে সহায়তা করার কথা শুনে কাকুর চোখ দিয়ে জল গড়িয়ে পরতো। এসব খবর শুনেই রাতারাতি তার অবস্থার অবনতি হয়।’ গত ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ছয়টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন হারুনুর রশিদ খান। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি অভিযোগ করে আসছিলেন, তাকে গুলির ঘটনায় স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের ভাই জুনায়েদ হক ভূঞা জুনো ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ জড়িত। এ দিকে হারুনুর রশিদ খানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শিবপুরে বিক্ষোভে নামেন হাজারো দলীয় নেতাকর্মী। বিক্ষোভের সময় স্থানীয় এমপির তোরণে আগুন, উপজেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়ার অফিস ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এতে জেলা শহরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ছাড়া পুলিশ এগিয়ে আসলে বিক্ষোভকারীরা পুলিশের পিকআপভ্যানে ভাংচুর করলে তারা পিছু হটে। |