/ সারাদেশ / বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন
বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন
নতুন বার্তা, নরসিংদী:
|
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিরের (খোকন) বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদীতে তার নিজ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশেই খায়রুল কবিরের বাড়ির অবস্থান। আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। জানা গেছে, এই বাড়ি থেকে জেলা বিএনপির সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়। বিএনপির নেতাকর্মীরা বলছেন, বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে সব কক্ষের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সব কক্ষেই আগুন ধরিয়ে দেয়। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রায়হান জানান, ধারণা করা হচ্ছে, বিকেল ৫টার দিকে দুর্বৃত্তরা ওই ভবনে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ জানান, কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। |