![]() অনুষ্ঠানে প্রধান অতিথির বড় চেয়ারে বসলেন না এসপি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
|
![]() অনুষ্ঠানে
প্রধান অতিথি জন্য সংরক্ষিত আসন ছিলো অনেক বড় একটি চেয়ার। মঞ্চে উঠেই
পুলিশ সুপার প্রথমেই চেয়ার সরানোর নির্দেশ দিলেন পুলিশের উপ-পরিদর্শক
বশিরুল আলমকে । তিনি বড় চেয়ার সরিয়ে ছোট্ট একটি চেয়ার এনে দিলেন।
সর্বশেষ উপ-পরিদর্শক বশির একটি তোয়ালে দিতে চাইলেন পুলিশ সুপারের চেয়ারে।
তাতেও আপত্তি জানান পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এসপি কামরুজ্জামান
বিপিএম। শনিবার (১২
আগষ্ট) শেষ বিকেলে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ,
অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের
সরিষাবাড়ির মহাদান ইউনিয়ন পরিষদ মাঠে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মুহাব্বত কবিরের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল
কুমার সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন
পাঠান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ লতিফ,
সাবেক চেয়ারম্যান আজমত আলী মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন। |