![]() সরিষাবাড়ীতে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
|
![]() শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম আল আযহার আইডিয়াল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আল আযহার আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ সৈয়দ আলী মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার ভাইস-চেয়ারম্যান কৃষিবিদ আল-আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ তাজুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এডিপি কৃষিবিদ মোঃ মজিবুর রহমান, কৃষিবিদ মিজানুর রহমান, মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমত আলী মাস্টার, স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম লাল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মাদ্রাসা শিক্ষার্থী, অভিভাবক, আলেম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। |