/ সারাদেশ / হানিফের নির্বাচনি সভা: কুষ্টিয়ায় নৌকায় সিল মারার নির্দেশ কাউন্সিলরের
হানিফের নির্বাচনি সভা: কুষ্টিয়ায় নৌকায় সিল মারার নির্দেশ কাউন্সিলরের
নতুন বার্তা, কুষ্টিয়া:
|
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সামনেই প্রকাশ্যে নৌকায় সিল মারার নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখ কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু। নইলে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তার এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া দিনমনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবউল আলম হানিফের নির্বাচনি সভায় এ বক্তব্য দেন বিচ্ছু। জানা গেছে, মাহবুবউল আলম হানিফের সমর্থনে কাউন্সিলর কৌশিক ওই নির্বাচনি সভার আয়োজন করেন। সভায় হানিফ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ অজয় সুরেকাসহ জেলা আওয়ামী লীগের নেতারা। সভায় কৌশিক তার বক্তব্যে বলেন, প্রত্যেক ওয়ার্ডেই দু-চারজন থাকেন, যাদের উদ্দেশ্য নৌকার ব্যাচ পরে ওই কী পাখি (স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর প্রতীক ঈগল) আছে, সেই পাখিকে ভোট দেবেন। সেসব লোকের উদ্দেশে আমি বলতে চাই, নেতা, আপনার কাছে আমি অনুমতি চাইলে এসব লোক যদি ধরা পড়ে। আমরা কিন্তু পিটিয়ে তাদের চামড়া তুলে ফেলব। তিনি আরও বলেন, ভোটের দিন সবাইকে বিশেষ করে মেয়েদের উদ্দেশে আমার বলা, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে চলে আসবেন। এসে কোনো কথা নেই। একদম নৌকার ওপর দম করে ওপেন সিল মারবেন। নৌকার ওপর সবার সামনেই সিল মারবেন, হানিফ সাহেবকে সিল মারবেন। আমার কথা হচ্ছে, আপনাদের বিপদ-আপদে আমরা থাকি। আর আমাদের বিপদ-আপদে তারা (মঞ্চের নেতাদের দিকে ইঙ্গিত করে) থাকেন। ওই কারণে আমাদের মাজা যদি শক্ত থাকে তাহলেই তো আপনাদের বিপদ-আপদে উদ্ধার করব। তাই আমাদের মাজা শক্ত করতে হলে হানিফ সাহেবকে এই ওয়ার্ডে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমরা হলাম পিঁপড়ার মতো। আমরা যেদিকে যাই, এই ওয়ার্ডের লোকজন পিঁপড়ার মতো আমাদের পিছে পিছে যায়। আমরা নৌকার দিকে যাচ্ছি, আমাদের লোকজনও নৌকার দিকে যাবে। জানা গেছে, এ ঘটনায় রাতেই স্বতন্ত্র প্রার্থী তনুর পক্ষে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে তনু বলেন, আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ও নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফের সামনে প্রকাশ্যে সিল মারার যে বক্তব্য দেওয়া হয়েছে তা সুষ্ঠু ভোটের জন্য অন্তরায়। ভোটারদের মধ্যে ভীতি ছড়াতেই এ বক্তব্য দেওয়া হয়েছে বলে আমার ধারণা। আমি ওই কাউন্সিলরের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। |