/ মিডিয়া / সরকার পরিবর্তনের পর সাপ্তাহিক নতুন বার্তা'র অনলাইন ভার্সন পুনবায় চালু
সরকার পরিবর্তনের পর সাপ্তাহিক নতুন বার্তা'র অনলাইন ভার্সন পুনবায় চালু
নতুন বার্তা, ঢাকা:
|
সরকার বিরোধী সংবাদ প্রকাশের অভিযোগে সাপ্তাহিক নতুন বার্তা পত্রিকার অনলাইন ভার্সন বিটিআরসি থেকে ব্লক করে দেওয়া হয়।ফলে বাংলাদেশী পাঠকরা সাপ্তাহিক নতুন বার্তা পত্রিকার অনলাইন ভার্সন পড়া থেকে বঞ্চিত হয়ে আসছিল। অনেক চেষ্টা করার পর যখন বিটিআরসি থেকে জানিয়ে দেয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অভিযোগের প্রেক্ষিতে সাপ্তাহিক নতুন বার্তা'র অনলাইন ভার্সন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন বিটিআরসিকে নতুন বার্তা কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ডিক্লারেশন নেওয়া পত্রিকা নতুন বার্তা'র অনলাইন ভার্সন বন্ধ করার কোন অধিকার নেই। কিন্তু, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দোহাই দিয়ে নতুন বার্তা'র অনলাইন ভার্সন ব্লক করেই রাখা হয়। ফলে বাধ্য হয়ে নতুন বার্তা'র অনলাইন ভার্সন বন্ধ করে দিতে হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন বার্তা'র অনলাইন ভার্সন পুনরায় আনব্লক করে দেওয়া হয়েছে বিটিআরসি থেকে। ফলে নতুন বার্তা কর্তপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আজ (১২ আগষ্ট ২০২৪) থেকে নতুন বার্তা পত্রিকার অনলাইন ভার্সন পুনরায় চালু করা হবে। নতুন করে শুরু করার প্রেক্ষিতে প্রাথমিক অবস্থায় বিভিন্ন সীমাবদ্ধতা থাকবে। নতুন বার্তা'র অনলাইন ভার্সন বন্ধ হয়ে যাওয়ার সংবাদে বিভিন্ন থানা ও জেলা প্রতিনিধিরা সংবাদ পাঠানো বন্ধ করে দিয়েছেন। সকলের সাথে যোগাযোগ করে পুনরায় পাঠকের চাহিদা পূরণ করতে কিছু সময় লাগবে। এই ক্ষেত্রে পাঠকের কাছে নতুন বার্তা কর্তৃপক্ষ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। শীঘ্রই নতুন উদ্যমে নতুন বার্তা কর্তৃপক্ষ পাঠকের চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে। সকলের কাছে অনুরোধ রইল, এই সময় পর্যন্ত আগের মতো নতুন বার্তা'র সাথে থাকার জন্য। নতুন বার্তা কর্তৃপক্ষ দ্বীধাহীনভাবে বলতে চায়, নতুন বার্তা পত্রিকা সব সময় সত্য প্রকাশে আপোষহীন ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোন দলীয় এজেন্ডা কখনোই নতুন বার্তা পত্রিকা বাস্তবায়ন করেনি। ভবিষ্যতেও করবে না। পূর্বে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে নতুন বার্তা পত্রিকার সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, এই বিষয়ে ভবিষ্যতে কোন প্রতিশোধ মূলক সংবাদ প্রকাশ করা হবে না। বরং, ক্ষমতায় না থাকার কারণে, তাদের উপর হওয়া অন্যায় অত্যাচার প্রকাশে নতুন বার্তা কর্তৃপক্ষ আপোষহীন থাকবে। ধন্যবাদান্তে-- সম্পাদক, সাপ্তাহিক নতুন বার্তা |