আজ বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
 / সারাদেশ / এক একরামেই হাজার কোটি টাকা পাচার
এক একরামেই হাজার কোটি টাকা পাচার
নতুন বার্তা, নোয়াখালী:
Published : Monday, 19 August, 2024 at 1:14 AM
এক একরামেই হাজার কোটি টাকা পাচারএকরামুল করিম চৌধুরী। নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য। সদর ও সূবর্ণচর দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনের দায়িত্বে থাকলেও গত ১৬ বছরে নিয়ন্ত্রণ করেছেন গোটা নোয়াখালী। একরামুল করিমের দুর্নীতি অনিয়ম জেলার মানুষের মুখে মুখে। টানা চারবারের এমপি থাকা অবস্থায় টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি থেকেই কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। শুধু তাই নয়, পুরো নোয়াখালীতে নিজ বলয়ে গড়েছেন একাধিক বাহিনী। হাজার কোটি টাকার মালিক হলেও দেশে দৃশ্যমান বড় কোনো সম্পদ গড়েননি একরাম ও তার পরিবার। অনিয়মে আয় করা টাকা পাচার করেছেন বিদেশে। ভিয়েতনামে গড়েছেন ব্যবসা ও সম্পদ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৬ বছরে একরামুল করিম চৌধুরীর ইশারায় সব অপকর্ম চলতো এই শহরে। কোনো ভিন্নমতের জায়গা ছিল না।
বরং বিরোধী মত দমন করে একচেটিয়া আধিপত্য বিস্তার করেন সাবেক এই এমপি। পাশাপাশি নিজের অবস্থান পোক্ত করতে পরিবারের সদস্যদেরও জেলা-উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে বসান। এ ছাড়া তাদের একাধিক ব্যক্তিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি বানিয়েছেন অনেকটা গায়ের জোরে। 
সংশ্লিষ্ট সূত্র বলছে, শুধু টেন্ডার নিয়ন্ত্রণ করেই  কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন একরাম। নোয়াখালীতে যত সরকারি প্রতিষ্ঠান রয়েছে তার সবকটির ঠিকাদার ছিলেন তার নেতৃত্বে। যেসব কাজের টেন্ডার হতো সেখান থেকে কমপক্ষে পাঁচ শতাংশ কমিশন দিতে হতো সাবেক এই এমপিকে। এই কমিশনের পরিমাণ ১০ শতাংশ অবধি গিয়ে ঠেকতো কাজের ধরনভেদে।  কিছু ক্ষেত্রে বেশিও নিয়েছেন একরাম। 
অনুসন্ধানে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ও পিডব্লিউডি, ডিসি অফিস, বিএডিসির টেন্ডার নিয়ন্ত্রণে একটি নিজস্ব বাহিনী তৈরি করেছেন। সেই বাহিনীর নেতৃত্বে রয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জাবেদ। পিন্টু জেলা পরিষদের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করছেন। 
এ ছাড়া সড়ক ও জনপথের টেন্ডার নিয়ন্ত্রণ করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা লিটন। এ ছাড়াও এখানে দায়িত্ব পালন করেন আবু তাহের ও  জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোজাম্মেল হক মানিক নামের আরও দুই আওয়ামী লীগ নেতা। টেন্ডার নিয়ন্ত্রণের জন্য আগের মতো অস্ত্রবাজি বা গুণ্ডাবাহিনী দিয়ে হুমকি-ধমকির প্রয়োজন না হলেও ই-টেন্ডারের এই যুগে অফিস ম্যানেজ করে কারসাজির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ঠিকাদারদের ননরেসপনসিভ দেখিয়ে পছন্দের ঠিকাদারদের কাজ দিতে কলকাঠি নিয়ন্ত্রণ করেন জাবেদ। এই অপকৌশলের বাইরে কিছু ঠিকাদার শিডিউল কিনলেও তাদের ফোনে ড্রপ করতে নিষেধ করা হয়। যেকোনো কাজ দেয়ার বিনিময়ে দলীয় ফান্ডের কথা বলে ঠিকাদারের কাছ থেকে নেয়া হয় ৬ পার্সেন্ট টাকা। আর নিজেদের নামে কাজ বের করে বিক্রি করলে জাবেদ ও পিন্টু নেন আরও ১০ পার্সেন্ট। মোট ১৬ পার্সেন্ট কমিশনের এই টাকার একটি বড় অংশ চলে যায় এমপি একরামুল করিমের কাছে।
অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাবেক এই এমপি নোয়াখালী জেলা সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজীম প্রধান, সহকারী সুরুজ, জহির মোল্লাদের দিয়ে ওষুধ, হাসপাতাল সরঞ্জামাদি বাইরে বিক্রি করাতেন। সে সঙ্গে হাসপাতালের যত কেনাকাটা হতো তাও তাদের দিয়ে নিয়ন্ত্রণ করাতেন। এ ছাড়া হাসপাতালের এই সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যও করাতেন সাবেক এমপি একরামুল। 
খোঁজ নিয়ে জানা যায়, টেন্ডারবাজির অন্যতম হোতা জাবেদ মামা বাহিনীর প্রধান হিসেবেও পরিচিত। তার বাহিনীতে রয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মামা বাহিনী নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন জাবেদের কথিত ভাগ্নে রকি।  টেন্ডারবাজির পাশাপাশি শহরে চলাচলকারী ১৩ হাজার সিএনজি থেকে নোয়াখালী সদরের বিভিন্ন স্থান থেকে মামা বাহিনী চাঁদা আদায় করতো। যদিও বিআরটিএর নিয়ম অনুযায়ী জেলা সদরে দুই হাজার সিএনজির রেজিস্ট্রেশন দিতে পারবে। কিন্তু সেখানে জাবেদ পিন্টু ও মানিকরা ক্ষমতা প্রয়োগ করে ১৩ হাজার রেজিস্ট্রেশন দেয়ার ব্যবস্থা করেছেন। অতিরিক্ত ১১ হাজার সিএনজি মালিকের কাছ থেকে ৬০ হাজার করে রেজিস্ট্রেশন ফি বাবদ আদায় হয়েছে। সিএনজির নিবন্ধন ও সড়কের চাঁদা থেকে মাসে শতকোটি টাকা আয় হতো। যার একটি ভাগ চলে যেত এমপি একরামের কাছে।  
নিয়োগ বাণিজ্য: সাবেক এই এমপির আয়ের আরেকটি বড় উৎস ছিল নিয়োগ বাণিজ্য। জেলা উপজেলায় যত সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে সেখান থেকে কমিশন দিতে হয়েছে। চাকরি না পেয়েও অনেককে টাকা দিতে হয়েছে। জানা যায়, পুলিশের নিয়োগে একরাম তার বাহিনীর মাধ্যমে কমিশন নিয়েছেন পাঁচ লাখ টাকা। গত ১৩ বছরে যতবার নিয়োগ হয়েছে ততবারই এই বাবদ কমিশন তাকে দিতে হয়েছে। এ ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের বাবদও তিন লাখ টাকা করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। 
দুর্নীতিতে নিমজ্জিত একরামের পরিবারও: একরামের ভাগ্নে কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। বিএনপি থেকে আওয়ামী লীগে এসে গত পনেরো বছরে তিনি কবিরহাট পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এ সুযোগে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। তার স্ত্রী ব্যবহার করেন প্রায় কোটি টাকা দামের গাড়ি। এই রায়হান কবিরহাট থানা হামলা মামলার এক নম্বর আসামি। স্থানীয়রা জানান, ২০১৪ সালের ৬ই মার্চ গভীর রাতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটকে রাখার খবর পেয়ে মদ্যপ অবস্থায় কবিরহাট থানায় হামলা ও ভাঙচুর চালানো হয় মেয়র রায়হানের নেতৃত্বে। পরে ওবায়দুল কাদের ও একরামুলের প্রভাবে তিনি বেঁচে যান। কবিরহাট পৌরসভা যেখানে অনিয়মই, নিয়ম। রায়হান গত ১৩ বছরে বাজার ইজারা, টোল আদায়, সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি অব্যাহত রাখেন তার অনুসারীদের দিয়ে। অল্প দরে বাজার ইজারা দেখিয়ে নিজে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। একাধিক সূত্র জানায়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের প্রায় তিন বছরের বেতন বকেয়া রয়েছে। কিন্তু প্রত্যেক সন্ধ্যায় তার আয়োজনে বসতো মদের আসর। গত ১৩ বছর আঁকড়ে ছিলেন কবিরহাট প্রেস ক্লাবের সভাপতি পদও। কবিরহাট উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড থেকে ১০ পার্সেন্ট করে কমিশন আদায় করতেন। অপরদিকে, অন্যায় অনিয়মে পিছিয়ে ছিলেন না মেয়রের আপন ছোট ভাই কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের সদস্য মামুনুল হক মামুন। চলতি বছরের উপজেলা পরিষদ নির্বাচনে সে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন। মামুন তার ভাইয়ের প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে করতেন তদবির।  অনেক অসহায় মানুষের থেকে সে হাতিয়ে নেন মোটা অঙ্কের অর্থ। কিন্তু অনেকের কাজ না হলেও তিনি আর টাকা ফেরত দেননি। অসহায় মানুষ ভয়ে মুখ খুলতে পারেনি। মেয়র পরিবারের দখলে রয়েছে কবিরহাট বাজারের অনেক খাস জায়গা।  
শিউলী একরাম: একরামুলের স্ত্রী ও কবিরহাট উপজেলা পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান। স্বামীর প্রভাব খাটিয়ে লুটে নিয়েছেন টিআর, কাবিখাসহ বিভিন্ন সরকারি বরাদ্দ। তার সরকারি বরাদ্দ আত্মসাতের বিষয়টি  কবিরহাট উপজেলায় ওপেন-সিক্রেট। এজন্য মাঝে মাঝে স্বামীকেও পাত্তা দিতেন না শিউলী। নিজের টাকায় জেলা শহর মাইজদীর বালুর মাঠ এলাকায় গড়ে তুলেছেন বহুতল ভবন।  
সাবাবের বিতর্কিত নানা কাহিনী: বাবার অঢেল সম্পদের কারণে শুরু থেকে বেপরোয়া ছিলেন সাবাব। নানা কারণে দেশব্যাপী খলনায়ক হিসবে তার একটি পরিচিতি দাঁড়ায়। ২০১৮ সালের জুন মাসে রাজধানীর মহাখালীতে সাবাবের গাড়ির ধাক্কায় সেলিম ভূঁইয়া নামের এক ব্যক্তি নিহত হন। পরে ৩০ লাখ টাকায় এ ঘটনা সমঝোতার অভিযোগ উঠে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে। ২০১৯ সালে কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের সময় মায়ের প্রতিপক্ষ প্রার্থী আলাবক্স তাহের টিটুর অনুসারীদের ওপর গুলি চালানো হয় সাবাবের নেতৃত্বে। এতে টিটুর ৫ অনুসারী গুলিবিদ্ধ হন। সাবাব ২০২৪ সালে সূবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তাৎক্ষণিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম অভিযোগ করেন, বাবার ক্ষমতাকে কাজে লাগিয়ে ফলাফল বানচাল করে সে আমার জয়কে ছিনিয়ে নেয়। ওই ফলাফল প্রত্যাখ্যান করে তিনি লিখিত অভিযোগ করেন।  

একরাম এখন কোথায়?
নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী স্ত্রী ছেলেসহ বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪ এমপি লাপাত্তা। কিন্তু ৫ই আগস্ট দুপুর থেকে এমপি একরামুল  নোয়াখালীর কবিহাটের নিজ বাড়িতে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, নোয়াখালী জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দার বিএসসি ও একরামুলের বাড়ি পাশাপাশি এলাকায়। বিএনপি নেতা হায়দার বিএসসির যোগসাজশে একরামুল করিম চৌধুরী ও তার ভাগ্নে কবিরহাট পৌরসভার মেয়র রায়হান নিজ বাড়িতে অবস্থান করেন। অভিযোগ রয়েছে, মেয়র রায়হানের স্ত্রীর ব্যবহৃত গাড়িটিও হায়দার বিএসসির তত্ত্বাবধানে রয়েছে। বিষয়টি জানাজানি হলে তিনি গাড়িটি সরিয়ে ফেলেন। তারা দূর সম্পর্কের আত্মীয়ও।    
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দার বিএসসি দাবি করেন, বিষয়টি পুরোপুরি মিথ্যা। বিএনপি’র অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে ক্ষমতাসীন সরকারের আমলে মামলা হয়েছে এবং জেল-জুলুমের শিকার হয়েছে।    
এসব বিষয়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, গত ১৬ বছরে এমপি থাকা অবস্থায় একরামুল কবির পুরো নোয়াখালীবাসীকে জিম্মি করেন। আমাদের বিএনপি’র কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ক্ষেত্রে তিনি তার নিজস্ব বাহিনী দিয়ে আগলে রেখেছেন। অনিয়ম দুর্নীতির মধ্যে হাজার হাজার কোটি টাকার অবৈধ অর্থ আয় করেছেন। 
হলফনামায় একরামের যত সম্পদ: হলফনামায় তার এমন সম্পদের পরিমাণ ছিল মাত্র ১৩ লাখ ৪৪ হাজার টাকার। ১০ বছরের ব্যবধানে তার সম্পদের পরিমাণ ফুলেফেঁপে উঠলেও কমেছে তার ব্যাংক ঋণের পরিমাণ। ২০১৮ সালের হলফনামায় তার ব্যাংক ঋণ ৪ কোটি ১০ লাখ ৭ হাজার ৫৩৯ টাকা উল্লেখ করা হয়েছে। আর ২০০৮ সালে তার হলফনামায় ব্যাংক ঋণের পরিমাণ ছিল ৫ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৭২০ টাকা। এ ছাড়া ২০১৮ সালে দেয়া হলফনামা অনুযায়ী একরামুলের অস্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করা হয়েছে,  একরামুল করিম চৌধুরী নিজ নামে দেখিয়েছেন ১ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৮০ টাকার কৃষি জমি, ১১ লাখ ২৯ হাজার টাকার অকৃষি জমি, ২৩ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ১৪৫ টাকা মূল্যের ভবন, বাড়ি ও অ্যাপার্টমেন্ট এবং ১১ হাজার টাকার শেয়ার।
অস্থাবর সম্পত্তির মধ্যে একরামুল করিম চৌধুরীর ব্যাংকে জমা রয়েছে ২ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৬৮৮ টাকা এবং সঞ্চয়পত্র রয়েছে ৮৩ লাখ ১৪ হাজার টাকার। এ ছাড়া ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ২০২ টাকা মূল্যের গাড়ি, ৯৩ হাজার ৬০০ টাকা মূল্যের স্বর্ণ, ৩ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী, ৪ লাখ ১৫ হাজার টাকা মূল্যের আসবাবপত্র এবং ৩ কোটি ১ লাখ ৪৮ হাজার ৬৮৮ টাকা ব্যবসায় পুঁজি রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়।
হলফনামায় একরাম ও তার পরিবারের সম্পদের পরিমাণ কম হলেও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বেশির ভাগ সম্পদই ভিয়েতনামে। দেশ থেকে পাচার করে সেখানে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে বিপুল পরিমাণ সম্পদ গড়েন তিনি। 
যেভাবে উত্থান একরামের:  নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসন থেকে দলের মনোনয়ন পেয়ে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে দ্রুত নিজ বলয় গড়ে তুলেন। স্থানীয়রা জানান, ’৭৩-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকার প্রার্থী আবদুুল মালেক উকিলের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন একরামুলের বাবা ইদ্রিস মিয়া। বাবার পক্ষে নৌকার বিরুদ্ধে ভোট করা একরামুল স্বরূপে ফেরেন ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে। তিনি নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে নোয়াখালী-৫ আসনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে সেখানে দলের মনোনয়ন পেয়েছিলেন ওবায়দুল কাদের। কিন্তু বিএনপি’র শক্তিশালী প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের কাছে তাদের ভরাডুবি হয়। তখন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একরামুল করিম চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা করেন ওবায়দুল কাদেরের অনুসারীরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কোন ব্লাড গ্রুপের মুরগির মাংস কম খাওয়া উচিত?
কোন ব্লাড গ্রুপের মুরগির মাংস কম খাওয়া উচিত?
চিকেন খেতে ভালবাসেন না, এমন মানুষ খুব কমই আছেন। তবে প্রায়ই চিকেন খাওয়া কিন্তু বিপদ ডেকে আনতে পারে। রিপোর্ট অনুযায়ী, ...
ভোলায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
ভোলায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
ভোলা সদর উপজেলায় বিএনপি নেতা জামাল উদ্দিন হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামের ৫ শতাংশ ...
ইসরাইলের যম ছিলেন যে বাংলাদেশি সন্তান!
ইসরাইলের যম ছিলেন যে বাংলাদেশি সন্তান!
বাংলাদেশের বীর বৈমানিক সাইফুল আজম বিশ্বের সামরিক ইতিহাসে এক বিরল কীর্তির অধিকারী। তিনি একমাত্র বৈমানিক যিনি চারটি ভিন্ন দেশের হয়ে ...
সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার
সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া ...
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিশা প্লাস নামের একটি যাত্রীবাহী বাস বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে ওই বাসের সুপারভাইজার ফরহাদসহ তিন ...
ভারতের গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮
ভারতের গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮
ভারতের গুজরাটের একটি আতশবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ বলছে, মঙ্গলবার সকালে, ...
ঈদের দ্বিতীয় দিন: হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ
ঈদের দ্বিতীয় দিন: হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ
ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড় হয়েছিল। প্রবেশ গেটের সামনের জায়গা ছিল জনসমুদ্র। প্রায় একই অবস্থা ছিল ভেতরেও। ...
মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়ালো
মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়ালো
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৯ জন হয়েছে। এই সংখ্যা ৩ হাজার জনেরও বেশি হতে পারে বলে আশঙ্কা ...
বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং
বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশকে সংকটাপন্ন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে দেশটি ধর্মীয় উগ্রপন্থার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ...
১০
নতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণ
নতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণ
আমাদের দেশে কাগুজে নোটের প্রচলন বেশি। এসব নোটের স্থায়িত্ব সাধারণত ছয় থেকে আট মাস। এই সময়ের মধ্যেই অধিকাংশ নোট ব্যবহার ...
 
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার স্থানীয় একটি পার্টি সেন্টারে  এ ইফতার মাহফিল ...
মোবাইল ব্যাংকিং: বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল
মোবাইল ব্যাংকিং: বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল
বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) দৈনিক ও মাসিক লেনদেন অর্থাত্ জমা-উত্তোলনের (ক্যাশ ইন-ক্যাশ আউট) সীমা বাড়িয়েছে ...
মুক্তিপণ উদ্ধার, ব্যবহৃত ট্যাক্সি জব্দ: বোয়ালখালীতে শিশু অপহরণে জড়িত ২জন গ্রেপ্তার
মুক্তিপণ উদ্ধার, ব্যবহৃত ট্যাক্সি জব্দ: বোয়ালখালীতে শিশু অপহরণে জড়িত ২জন গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে শিশু অপহরণের ঘটনায় মুক্তিপণের ৪ লাখ টাকা, ব্যবহৃত সিএনজিচালিত ট্যাক্সি সহ জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ ...
রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন সভা ২০২৫ অনুষ্ঠিত
রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন সভা ২০২৫ অনুষ্ঠিত
শিকড়ের টানে শিকড়ে ফেরা প্রতিপাদ্যকে সামনে নিয়ে মানবিক উদ্যোগ রহিমা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার হাবেলী গোপালপুরস্থ খান মঞ্জিলে অনুষ্ঠিত হয় ইফতার ...
কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস  উদযাপিত হয়েছে গভীর শ্রদ্ধা ও জাতীয় মর্যাদার সঙ্গে। বুধবার (২৬ মার্চ) ...
দুদকের মামলা: যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট
দুদকের মামলা: যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের ...
বোয়ালখালীতে মাংস ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালীতে মাংস ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের বোয়ালখালীতে মাংসের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা না রাখার দায়ে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ...
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা
মিয়ানমারের গৃহযুদ্ধে জোরপূর্বক যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের। সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষই রোহিঙ্গা যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে ...
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা ...
১০
২০২৮ সাল পর্যন্ত চীনে শুল্ক-কোটামুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ
২০২৮ সাল পর্যন্ত চীনে শুল্ক-কোটামুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ
চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং বলেছেন, চীন ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা দেবে। যা বাংলাদেশ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com