আজ শনিবার, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ২১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
 / ফিচার / বিশ্বের ‘স্মার্টেস্ট’ শহরগুলোতে জীবনযাত্রার ধরন ঠিক কেমন?
বিশ্বের ‘স্মার্টেস্ট’ শহরগুলোতে জীবনযাত্রার ধরন ঠিক কেমন?
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 14 September, 2024 at 9:52 PM
বিশ্বের ‘স্মার্টেস্ট’ শহরগুলোতে জীবনযাত্রার ধরন ঠিক কেমন?বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত পরিবর্তন পৃথিবীর প্রত্যেকটা দেশের উপর চাপ সৃষ্টি করছে। শহরগুলো একটা সাসটেইনেবল বা টেঁকসই ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে।
তবে কিছু শহর ইতিমধ্যে দীর্ঘস্থায়ী এবং উচ্চমানের জীবনযাত্রার কথা মাথায় রেখে 'স্মার্ট সমাধান' খুঁজে নিয়ে তা বাস্তবায়িতও করেছে, যা পৃথিবীর অন্যান্য শহরের জন্য একটা অনুসরণ করার মতো বিষয়।
বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা বার্ষিক তালিকা তৈরি করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (আইএমডি)।
অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তির উপর ভিত্তি করে শহরগুলো কীভাবে জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান খুঁজে বের করে, তার নিরিখে তৈরি করা হয় 'স্মার্ট সিটি ইনডেক্স’।
চলতি বছরে পঞ্চম বর্ষে পড়ল এই উদ্যোগ। ২০২৪ সালের তালিকা তৈরির জন্য ১৪২টা শহরের বাসিন্দাদের কাছে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা, গতিশীলতা, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সুশাসন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল। তার উপর ভিত্তি করে পাওয়া নম্বর অনুযায়ী ‘র‍্যাঙ্কিং’ হয়েছে।
উত্তর আমেরিকা বা আফ্রিকার একটাও শহর কিন্তু এই বছর শীর্ষ ২০টা শহরের তালিকায় জায়গা পায়নি। এর মধ্যে বেশির ভাগ শহরই ইউরোপ বা এশিয়ায় অবস্থিত৷
'স্মার্ট সিটি সূচক ২০২৪' অনুযায়ী, বিশ্বের সেরা দশটি স্মার্ট শহর হল - জুরিখ, অসলো, ক্যানবেরা, জেনেভা, সিঙ্গাপুর, কোপেনহেগেন, লুসান, লন্ডন, হেলসিঙ্কি এবং আবুধাবি।
কিন্তু ঠিক কী কারণে এই শহরগুলো 'স্মার্ট'? আর তার কোন বৈশিষ্ট্যই বা বাসিন্দাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ‘স্মার্ট সিটি ইনডেক্স ২০২৪’ এর তালিকায় থাকা পাঁচটা শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিল বিবিসি।

ক্যানবেরা

'স্মার্ট সিটি ইনডেক্স ২০২৪'-এ তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। কম বায়ু দূষণ, সবুজ ঘেরা জায়গার আধিক্য এবং সংখ্যালঘু নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তির উচ্চ অনুভূতি থাকার কারণে এই 'স্মার্ট সিটি ইনডেক্স ২০২৪'-এ ভাল ফল করেছে ক্যানবেরা।
এই ফল কিন্তু মোটেই অবাক করেনি 'ব্র্যান্ড রেবেলিয়নের' সহ-প্রতিষ্ঠাতা ব্রাইডেন এবং ডেভিড ক্যাম্পবেলকে। 'ব্র্যান্ড রেবেলিয়ন' নামক এই সংস্থা কর্মশক্তি বিষয়ক পরামর্শদাতা৷
ক্যানবেরার বাসিন্দা ব্রাইডেনের মতে, "যা আসলে ক্যানবেরাকে অন্য জায়গার থেকে আলাদা করে তোলে সেটা হল এখানকার মানুষের একে অন্যের প্রতি অনুভূতি।"
ক্যানবেরার আধুনিক সুযোগ সুবিধার কথা বলেছেন ডেভিড ক্যাম্পবেল।
তার কথায়,, "শহরের স্মার্ট সিটি উদ্যোগের মধ্যে রয়েছে স্মার্ট আলো, বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, যা ক্যানবেরার বিভিন্ন পরিষেবার দক্ষতা এবং স্থায়িত্বকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে তুলেছে৷"
একই সঙ্গে জানিয়েছেন এখানকার সহনাগরিকদের মধ্যে যে আন্তরিক বন্ধন রয়েছে তার কথাও।
ডেভিড ক্যাম্পবেল বলেছেন, "পারস্পরিক এই বন্ধন খুবই মজবুত এবং মানুষের মধ্যে একে অপরকে সাহায্য করার বা পাশে দাঁড়ানোর ইচ্ছেও প্রবল। এই উষ্ণতাই একে (ক্যানবেরাকে) সেই জায়গা বানিয়ে তোলে যাকে আমরা আমাদের বাড়ি বলে থাকি।"
তিনি আরও জানিয়েছেন এই শহর সাসটেইনেবিলিটি বা স্থায়িত্বকে ভীষণভাবে গুরত্ব দেয় । সেই কারণেই প্রকৃতির সান্নিধ্যে থাকার বিষয়ে জোর দেওয়া হয়।
"পরিবেশ-বান্ধব শক্তি এবং পুনর্নবীকরণযোগ্য উদ্যোগের দিক থেকে ক্যানবেরা উন্নত। ২০৪৫ সালের মধ্যে নেট জিরো এমিশন (নেট শূন্য নিঃসরণ) বাস্তবায়িত করার উচ্চাভিলাষ যে ক্যানবেরার রয়েছে তা এই অঞ্চল জুড়ে চলমান বিদ্যুতায়ন এবং নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার থেকে স্পষ্ট হয়ে যায়," বলেছেন ডেভিড ক্যাম্পবেল।
শহরকে বাসযোগ্য করে তুলতে যেমন প্রযুক্তির ব্যবহার করা হয়, তেমনই স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং অন্যান্য ব্যবসায়ীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার কথাও মাথায় রাখা হয়। উন্নত প্রযুক্তির ব্যবহার ক্যানবেরায় সৃজনশীল উদ্ভাবনী পরিবেশ তৈরির ক্ষেত্রে সাহায্যও করে। শক্তিশালী উচ্চ-গতির ইন্টারনেট, সামগ্রিক সংযোগ 'রিমোট ওয়ার্ক'-এর মতো বিষয়গুলোকে আরও সহজ ও উন্নত করে তুলেছে।
একই সঙ্গে উদ্ভাবন কেন্দ্র এবং ক্যানবেরা ইনোভেশন নেটওয়ার্কের মতো কো-ওয়ার্কিং স্পেসে (এক ছাদের তলায় বিভিন্ন সংস্থার অফিস রয়েছে এমন ভবন) প্রযুক্তিগত বিকাশ এবং বাণিজ্যিক পরিবেশ তৈরির ক্ষেত্রেও সাহায্য করেছে।

সিঙ্গাপুর

চলতি বছরে 'স্মার্ট সিটি ইনডেক্সে' পঞ্চম স্থানে থাকা সিঙ্গাপুর গতবারের তুলনায় দুই ধাপ এগিয়ে গিয়েছে।
এই সাফল্যের পিছনে রয়েছে সেখানকার সুরক্ষা ব্যবস্থা (সিসিটিভি দিয়ে মোড়া), যা স্কুল এবং ট্র্যাফিক ব্যবস্থার পর্যবেক্ষণকে সহজ করে তোলে। একইসঙ্গে অনলাইন রিপোর্টিং এবং নথি-সংক্রান্ত কাজে দ্রুততাও এনেছে যা সরকারি আমলাতন্ত্রের মতো বিষয়ের মোকাবিলা করতে সাহায্য করে।
"ওপেন ডেটা এবং যোগাযোগহীন পেমেন্ট প্রযুক্তির কৌশলগত ব্যবহারের ফলে সিঙ্গাপুরের গণপরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে উন্নত হয়েছে। একইসঙ্গে এখানকার বাসিন্দা আর পর্যটক উভয়পক্ষের জন্যেই যাতায়াত ব্যবস্থাকে সহজ করে তুলেছে," বলেছেন ফিরদৌস সায়াজওয়ানি।
সিঙ্গাপুরের দীর্ঘদিনের বাসিন্দা সায়াজওয়ানি 'ডলার ব্যুরো' নামক একটা সংস্থার প্রতিষ্ঠাতা। ব্যক্তিগত অর্থসংস্থান নিয়ে কাজ করে 'ডলার ব্যুরো' ।
তিনি জানিয়েছেন, সরকারি এবং বেসরকারি দুই সংস্থাই ট্র্যাফিকের ধরন, বাস ও ট্রেনের সময়সূচী এবং স্টেশনে মানুষের ভিড় সম্পর্কে বিস্তৃত তথ্য প্রকাশ করে।
এই তথ্য অ্যাপ বিকাশকারী সংস্থা এবং নগর পরিকল্পনাবিদরা ব্যবহার করে থাকেন যাতায়াত সংক্রান্ত সমস্যার সমাধান, যাত্রীদের ভ্রমণের রুট অনুকূল করা, সময় সাশ্রয় এবং সর্বোপরি শহরের যানজট হ্রাস করতে।
সিঙ্গাপুরের বাসিন্দা কার্ক ওয়েস্টওয়ে জনপ্রিয় রেস্তোরাঁ 'জান'-এর নির্বাহী শেফ। তিনি জানিয়েছেন ছোট ছোট অনেক বিষয়ই দৈনন্দিন জীবনে, বিশেষত গণপরিবহনের ক্ষেত্রে বড় মাত্রা যোগ করে।
তার কথায়, "দ্রুত কন্টাক্টলেস পেমেন্ট (যোগাযোগহীন অর্থ দেওয়া) এবং রিয়েল-টাইম ডেটার (এমন তথ্য যা সংগ্রহের সঙ্গে সঙ্গে সরবরাহ করা হয়) মানে হল আপনি আপনার গন্তব্যে সময় মতো পৌঁছতে পারবেন কি না সে নিয়ে ভেবে সময় নষ্ট করতে হবে না।"
একইসঙ্গে তিনি স্মার্ট শহরের কাঠামোয় স্থায়িত্বের বিষয়কে গুরত্ব দেওয়ার প্রসঙ্গও উল্লেখ করেছেন।
কার্ক ওয়েস্টওয়ে বলেছেন, "সাসটেইনেবিলিটির উপর গুরুত্ব দেওয়ার জন্য প্রযুক্তির ব্যবহার করা হয়, এবং আর্বান ফার্মিং (শহুরে কৃষিকাজ) এখানে জীবনের অঙ্গ হয়ে উঠছে।"
সুইসোটেল দ্য স্টামফোর্ড-এর 'অ্যাকোয়াপনিক্স ফার্ম' চাষের জন্য জায়গা এবং তাজা উৎপাদনের জন্য জলের ব্যবহার কমাতে সাহায্য করে।
স্মার্ট শহরগুলো কীভাবে ওই (শহুরে) পরিবেশে খাদ্য উৎপাদন করতে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে পারে সে বিষয়ে দিশা দেখতে পারে এই সংস্থা।

লুসান

চলতি বছরে সেরা স্মাৰ্ট শহরের তালিকায় শীর্ষ দশের মধ্যে জায়গা করে নিয়েছে তিনটে সুইস শহর। এক নম্বরে জুরিখ এবং চার নম্বরে রয়েছে জেনেভা। কিন্তু এদের তুলনায় কম যায় না ছোট সহর লুসান।
'স্মার্ট সিটি ইনডেক্সে' সপ্তম স্থানে থাকলেও নিজের আকারের তুলনায় বেশ ভাল ফল করেছে এই শহর, যার জনসংখ্যা দেড় লাখের কাছাকাছি। বাসিন্দাদের মধ্যে অন্তরঙ্গতা শহরের ভিতকে আরও মজবুত করেছে।
"আমি লুসানে থাকতে ভালোবাসি কারণ এই ছোট শহরে সেই সমস্ত সুযোগসুবিধা রয়েছে যা একটা বড় শহরে থাকে", বলেছেন অলিভিয়া বোসহার্ট। লুসান পর্যটনের জনসংযোগ ব্যবস্থাপক তিনি।
তার কথায়, "এখানে সব কিছুই খুব কাছাকাছি, পায়ে হেঁটে যাওয়া যায়। স্টেশন থেকে লেক জেনেভা যেতে মাত্র ১৫ মিনিট সময় লাগে আর শহরের কেন্দ্রে যেতেও লাগে ১৫ মিনিট।"
প্রকৃতির কাছাকাছি থাকাকে গুরুত্ব দেয় এই শহর।পার্ক, বাগান এবং অন্যান্য সবুজে মোড়া জায়গায় প্রচুর বিনিয়োগ করা হয়।
মোট ৩৬০ হেক্টর সবুজে ঢাকা জায়গা রয়েছে লুসানে এবং প্রতি বছর ১৪০০টারও বেশি নতুন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়ে থাকে।
"এছাড়াও, এই শহর দীর্ষঘমেয়াদী উপায়ে ডিজিটাল উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই শহর ডিজিটাল প্রভাব কমাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রশাসনের ডিজিটাল রূপান্তরকে সমর্থন করে”, ব্যাখ্যা করেছেন লুসানের কমিউনিকেশন ডিরেক্টর আলেক্সান বোর্নোজ।
বাসিন্দাদের এবং পযটকদের ডিজিটাল পরিষেবা দেওয়ার প্রচেষ্টার দিকেও ইঙ্গিত করেছেন তিনি। তার কথায়, "লুসানে ঘোরাঘুরি এবং বসবাসের জন্য ব্যবহারিক তথ্য খুঁজে পেতে একটা মোবাইল অ্যাপ আছে।"
"বাসিন্দাদের জন্য রেজিস্ট্রেশন এবং সংরক্ষণ, পরিবহন তথ্য এবং ভ্রমণ, শহরের ওয়াইন বিক্রি-সহ আরও অনেক ক্ষেত্রেই অনলাইন পরিষেবা আছে।"

লন্ডন

এই তালিকায় আট নম্বরে আছে লন্ডন। গত বছরের তুলনায় দুই ধাপ নিচে নেমে গেলেও লন্ডন ভাল ফল করেছে তার অনলাইন পরিষেবা, বিশেষত পরিবহন বুক করা ও সহজেই ব্যবহারযোগ্য ওয়াই-ফাই এর কারণে।
"লন্ডনে পরিবহনের জন্য যেমন টিউব, বাস, নৌকা রয়েছে তেমনই রয়েছে বাইক এবং স্কুটারও।একই সঙ্গে রেস্তোরাঁ, পাব, নাইট লাইফ, কনসার্ট এবং আরও অনেক কিছু আছে যা সপ্তাহের প্রতিটা দিনকে আরও উপভোগযোগ্য করে তোলে", বলেছেন 'উইনিং বিজনেস ইউকে লিমিটেড' সংস্থার এমা অর।
লন্ডনের ৩২টা বরোতে ইলেক্ট্রনিক ভেহিক্যাল বা ইভি চার্জিং (বৈদ্যুতিক যানবাহনের চার্জ করা)-এর অবকাঠামো নিয়ে তিনি কাজ করেছেন। গত কয়েক বছর ধরে এই শহরকে সাসটেইনেবিলিটি অর্জন করার দিকে এগিয়ে যাওয়ার জন্য একাগ্রভাবে কাজ করতে দেখেছেন।
তিনি বলেন, "ভবনের নকশা তৈরি এবং এনার্জি হারভেস্টিং - এই দুই ক্ষেত্রেই শহর জুড়ে স্মার্ট গ্রিড, নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।"
"লন্ডন যে শুধুমাত্র ইভি অবকাঠামোর দিক থেকে ক্লিন সিটি হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ তা নয়, সবুজে ঢাকা জায়গা বাড়াতে, অ্যাক্টিভ ট্রাভেল (হাঁটা, সাইক্লিং, গণপরিবহন ব্যবহার) সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের দিক থেকেও প্রতিশ্রুতিবদ্ধ। ২০৪১ সালের মধ্যে ৮০ শতাংশ অ্যাক্টিভ ট্রাভেল (হাঁটা, সাইকেল চালানো ও গণপরিবহন) বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"
সাসটেইনেবিলিটি অর্জন করতে এই শহর বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের দিকে জোর দেয়।
"ইভি অবকাঠামো একটি বিশাল প্রযুক্তিগত পরিবর্তন, যা আমরা যুক্তরাজ্যের অন্য যে কোনও শহরের তুলনায় লন্ডনে বেশি দেখতে পাই," বলেছেন তিনি।
এই উদ্যোগ শহরের আল্ট্রা লো এমিশন জোন নীতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, যার আওতায় গ্যাস নির্গমনকারী গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ি চালানো কম ব্যয়বহুল করে তোলে।

আবুধাবি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এই বছর রয়েছে দশ নম্বরে। রেটিংয়ের দিক থেকে গতবারের তুলনায় তিন ধাপ এগিয়েছে আবুধাবি।
সহজ যাতায়াত ব্যবস্থা এবং অনলাইন বুকিং, শহরের দরিদ্রতম অঞ্চলেও উচ্চ নিকাশি ব্যবস্থা, স্কুলে ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার মতো বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে আবুধাবি ভাল ফল করেছে। একই সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এই শহরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বলেও জানিয়েছেন। বাসিন্দাদের কাছে শহরের পরিবহন ব্যবস্থার স্মার্ট এবং সুবিধাজনক বৈশিষ্ট্য বেশ উল্লেখযোগ্য।
"শহরের যানবাহন চার্জিং পরিকাঠামো এবং স্বায়ত্তশাসিত ড্রাইভিং এখানকার যাতায়াত ব্যবস্থাকে মসৃণ এবং দক্ষ করে তুলেছে," বলেছেন ধনভিন শ্রীরাম। আবুধাবির বাসিন্দা তিনি।
এআই টুল 'প্রম্পট ভাইবস' নামক একটা সংস্থার প্রতিষ্ঠাতা মি. শ্রীরামের কথায়, "স্থলপথ, সমুদ্র, বিমান এবং রেল পরিবহন যাতে নির্বিঘ্নে পরিচালিত হয় সে বিষয়টা নিশ্চিত করে ইন্টেলিজেন্ট মোবিলিটি সেন্টার। এই উন্নত ব্যবস্থা শুধু যানজটই কমায় না, পরিবেশের উপর পরিবহনের নেতিবাচক প্রভাবও কমায়।"
সাসটেইনেবল উন্নয়ন মডেল হিসেবে নির্মিত মাসদার সিটির প্রসঙ্গ এনেছেন তিনি। আবুধাবির মধ্যেই রয়েছে এই অত্যাধুনিক কিন্তু পরিবেশবান্ধব অঞ্চল।
"এর (মাসদারের) নকশা আধুনিক প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী আরব স্থাপত্যের মিশেলে তৈরি। এমন কী গ্রীষ্মের ঝলসে যাওয়া মাসগুলিতেও প্রাকৃতিকভাবে ঠান্ডা পরিবেশ থাকে।”
"ছাদে সৌর প্যানেলের ব্যাপক ব্যবহার সূর্যের শক্তিকে ব্যবহার করে, একে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফোটোভোলটাইক স্থাপনার মধ্যে একটা করে তুলেছে", জানান তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার
অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
ঢাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের
ঢাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার ...
যেভাবে অশান্ত হলো পার্বত্য চট্টগ্রাম
যেভাবে অশান্ত হলো পার্বত্য চট্টগ্রাম
অশান্ত চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত ...
জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন ড. ইউনূস
জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তৃতা করবেন বলে আশা ...
জলাবদ্ধতার কারনে বিদ্যালয় মাঠে আমনের বীজতলা
জলাবদ্ধতার কারনে বিদ্যালয় মাঠে আমনের বীজতলা
অব্যাহত ভারী বর্ষণে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতায় এখনো পানির নীচে ফরিদগঞ্জের ফসলের মাঠ। চলছে আমনের মৌসুম। ঘরে থাকা বীজ ধান নষ্ট ...
৩ ট্রিলিয়ন ডলার হালাল অর্থনীতির সুযোগ: মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসে বাংলাদেশ
৩ ট্রিলিয়ন ডলার হালাল অর্থনীতির সুযোগ: মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসে বাংলাদেশ
আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস এর ২০তম আসরে ...
ভারত কীভাবে একযোগে নির্বাচনের পরিকল্পনা করছে?
ভারত কীভাবে একযোগে নির্বাচনের পরিকল্পনা করছে?
একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আর এক ধাপ এগোল ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদিত ...
তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি
তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি
তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর বিবৃতি দিয়েছে। তারা বলেছে- চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে। ...
শেখ হাসিনাকে নিয়ে ধুম্রজাল
শেখ হাসিনাকে নিয়ে ধুম্রজাল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।  তিনি যে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্র‍য় নিয়েছিলেন, তার ...
১০
খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের
খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের
বাঙালি ও পাহাড়িদের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ...
 
জানা গেল কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যের সংখ্যা
জানা গেল কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যের সংখ্যা
বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। গত ০১ আগস্ট ২০২৪ থেকে মঙ্গলবার (১৭ ...
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১২৯৯০২ টাকা
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১২৯৯০২ টাকা
দেশের বাজারে সোনার দামে বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার ...
বাংলাদেশ থেকে বিদ্যুতের বকেয়া আদায়ে ভারতীয় সংস্থাগুলো কী করবে?
বাংলাদেশ থেকে বিদ্যুতের বকেয়া আদায়ে ভারতীয় সংস্থাগুলো কী করবে?
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের মধ্যেই গোটা দেশ যখন এই মুহুর্তে লোডশেডিং আর তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে, তখন অন্তর্বর্তী সরকারের জন্য ...
বিশ্বের ‘স্মার্টেস্ট’ শহরগুলোতে জীবনযাত্রার ধরন ঠিক কেমন?
বিশ্বের ‘স্মার্টেস্ট’ শহরগুলোতে জীবনযাত্রার ধরন ঠিক কেমন?
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত পরিবর্তন পৃথিবীর প্রত্যেকটা দেশের উপর চাপ সৃষ্টি করছে। শহরগুলো একটা সাসটেইনেবল বা টেঁকসই ভবিষ্যৎ পরিকল্পনা ...
কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ
কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ
বেতন বৃদ্ধি, বকেয়া পরিশোধ, টিফিন, ছুটি বৃদ্ধি, মাতৃকালীন সময়ে ভারী কাজ না করা, কোম্পানির লভ্যাংশের অংশ প্রদানসহ বেশ কিছু দাবি ...
পোশাক কারখানায় অস্থিরতার ৩ কারণ চিহ্নিত
পোশাক কারখানায় অস্থিরতার ৩ কারণ চিহ্নিত
দেশে তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের জন্য তিন কারণকে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো- বহিরাগতদের আক্রমণ-ভাঙচুর, শ্রমিকদের ...
সরকারি জমি দখল, টেন্ডারবাজিতে ‘ক্লিন ইমেজের’ আইভী
সরকারি জমি দখল, টেন্ডারবাজিতে ‘ক্লিন ইমেজের’ আইভী
প্রায় ১৩ বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়রের দায়িত্ব পালন করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ...
মেট্রোরেল মেরামতে ‘৩৫০ কোটি’ টাকার জায়গায় এখন কত টাকা লাগছে?
মেট্রোরেল মেরামতে ‘৩৫০ কোটি’ টাকার জায়গায় এখন কত টাকা লাগছে?
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে ...
পেঁয়াজ রপ্তানি নিয়ে ‍সুখবর দিল ভারত
পেঁয়াজ রপ্তানি নিয়ে ‍সুখবর দিল ভারত
পেঁয়াজ উৎপাদন অঞ্চল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পেঁয়াজ রপ্তানির ওপরে থাকা কঠোর শর্ত শিথিল করেছে ভারত সরকার।এখন থেকে প্রতি ...
১০
সিলেটে চার মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
সিলেটে চার মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা দুটি ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com