/ সারাদেশ / মুক্তিযোদ্ধা এমপি বাদলের কবরে আগুন-ভাংচুর
মুক্তিযোদ্ধা এমপি বাদলের কবরে আগুন-ভাংচুর
বোয়ালখালী, চট্টগ্রাম থেকে - এমরান কাদেরী:
|
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের কবরে আগুন দিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল ৪ টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খান বাড়ির পূর্ব পাশে কবরস্থানে এ ঘটনা ঘটে। বাদলের ছোট ভাই কামাল উদ্দিন খান মুকুল বলেন, বিকেল ৪টার দিকে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে এসে এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, একটি খয়েরী রঙের কার ও একটি মোটর সাইকেলে দুর্বৃত্তরা এসে হ্যামার (বড় হাতুড়ি) দিয়ে গেইটের তালা ভেঙে কবরস্থানে প্রবেশ করে। এসময় হাতুড়ি দিয়ে পাকা কবরের বিভিন্নস্থান ভেঙে ফেলে এবং কবরের ওপরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তিনি আরও বলেন, সব মিলিয়ে ৫ থেকে ৬ মিনিটের মধ্যে পরিকল্পিত এ ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা সংখ্যায় ৫-৬ জন ছিলো। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুক্তিযোদ্ধা বাদলের স্ত্রী সেলিনা খাঁন বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল বিগত ২০১৯ সালের ৭ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দল হিসেবে চট্টগ্রাম ৮ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন জাসদ কার্যকরী কমিটির সভাপতি মঈন উদ্দিন খান বাদল। তিনি পর পর তিন বার নির্বাচিত হয়ে আমৃত সংসদ সদস্য ছিলেন। |