/ ধর্ম ও জীবন / মহাঅষ্টমী আজ
মহাঅষ্টমী আজ
নতুন বার্তা, ঢাকা:
|
শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। অষ্টমীর তিথির এই পূজাকে ঘিরে মন্দিরে মন্দিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। সকাল ৭টার মধ্যেই মহাঅষ্টমী তিথিবিহীত পূজা শুরু হবে। নতুন কাপড় পরে বাহারি সাজে মন্দিরে মন্দিরে দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা। হবে সন্ধি পূজাও। অষ্টমীবিহীত পূজা শেষেই মন্দিরে মন্দিরে হবে ‘কুমারী পূজা’। ১ থেকে ১৬ বছরের যেকোনো হিন্দু কুমারী কন্যাকে মাতৃভাবে জীবন্ত প্রতিমা কল্পনা করে পূজা করা হবে আজ। পূরাণ মতে দেবীর ১ বছরের কুমারীকালকে ‘সন্ধ্যা’, ২ বছরে ‘সরস্বতী’, ৩ বছরে ‘ত্রিধামূর্তি’, ৪ বছরে ‘কালিকা’, ৫ বছরে ‘সুভগা’, ৬ বছরে ‘উমা’, ৭ বছরে ‘মালিনী’, ৮ বছরে ‘কুষ্ঠিকা’, ৯ বছরে ‘কালসন্দর্ভা’, ১০ বছরে ‘অপরাজিতা’, ১১ বছরে ‘রূদ্রাণী’, ১২ বছরে ‘ভৈরবী’, ১৩ বছরে ‘মহালপ্তী’, ১৪ বছরে ‘পীঠনায়িকা’, ১৫ বছরে ‘ক্ষেত্রজ্ঞা’ ও ১৬ বছরের সময়কে ‘অন্নদা’ বা ‘অম্বিকা’ নাম দেয়া হয়েছে। মূলত দুর্গাপূজার অষ্টমী তিথিতে মহামায়ার ষষ্টক অর্থাৎ ৬ বছরের কুমারী রূপ ‘উমা’র পূজা করা হয়। ভক্তদের মতে, এটি একাধারে ঈশ্বরের উপাসনা, মানববন্দনা আর নারীর মর্যাদা প্রতিষ্ঠা। মূলত নারীর সম্মান, মানুষের সম্মান আর ঈশ্বর আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। আগামীকাল ৬টা ১২ মিনিটের মধ্যে মহানবমী তিথিতে নবমীবিহীত পূজা সম্পন্ন হবে। এরপর মণ্ডপে মণ্ডপে দেবীর মহাপ্রসাদ বিতরণ করা হবে। একই দিনে ৮টা ২৬ মিনিটের মধ্যে দশমীবিহীত পূজা শেষে মায়ের দর্পণ বিসর্জন দেয়া হবে। ১৩ই অক্টোবর বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির কর্তৃপক্ষ জানান, আজ সকাল ৭টা ১৭ মিনিটের মধ্যে শুরু হবে কল্পারম্ভ ও অষ্টমীবিহীত পূজা। সকাল ৬টা ৫৩ মিনিট থেকে ৭টা ৪১ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। এরপর শুরু হবে অষ্টমী পূজার পুষ্পাঞ্জলি। অষ্টমীবিহীত পুজো শেষে মায়ের জীবন্ত উমা রূপের কল্পনা করে হবে কুমারী পূজা। আর এই পূজাকে ঘিরে ফুলে-ফলে ভরে গেছে মন্দির চত্বর। বাহারি সজ্জায় সাজানো হয়েছে পুরো ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ। মন্দিরে আগত হাজার হাজার দর্শনার্থীর নিরাপত্তার দিকে রাখা হয়েছে বিশেষ নজর। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ (কিশোর মহারাজ) বলেন, এবার প্রথমে কুমারী পূজা বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। অন্যান্যবারের মতো এবারও রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা হবে। ঢাকার বাইরের মঠগুলোতেও একই ধারায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এর আগে করোনা মহামারির সময়ও মহাঅষ্টমীতে কুমারী পূজা বাদ পড়েছিল। |