/ সারাদেশ / পঞ্চগড়ে আগাম শীতের আমেজ, দিনে গরম রাতে শীত, বাড়ছে অসুস্থতা
পঞ্চগড়ে আগাম শীতের আমেজ, দিনে গরম রাতে শীত, বাড়ছে অসুস্থতা
পঞ্চগড় প্রতিনিধিঃ
|
শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পঞ্চগড় জেলা প্রথমেই শুরু হয়েছে শীতের পদধ্বনি। দিনে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকেই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রাতভর টিপটিপ করে শিশির পড়ে। খোলা মাঠের দূর্বা ঘাসের ওপর চিকচিক করা শিশির ফোঁটা। ভোরে ফসলের মাঠ, সবজি ক্ষেত ভরে যায় ভোরের শিশিরে। রাতে ফ্যানের পরিবর্তে নিতে হয় কাঁথা কিংবা হালকা কম্বল। ৩-৪ দিন ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ এর মধ্যে ওঠানামা করছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত কুয়াশা ছিল। হিমালয় কন্যা খ্যাত উত্তরের সর্ব শেষ জেলা পঞ্চগড়। এখানে প্রতি বছর ডিসেম্বর-জানুয়ারীতে কনকনে শীত অনুভূত হয়। আর অক্টোবরের মাঝা মাঝিতে শুরু হয় শীতের আমেজ। নভেম্বরের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। প্রতি বছরের মতো এবারও অক্টোবরের মাঝামাঝি থেকে কমতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা। সপ্তাহ জুড়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে। রবিবার (১৩ অক্টোবর) সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া অফিস। বোদা পৌর শহরের সামিউল ইসলাম বলেন, তিন-চার দিন ধরে সন্ধ্যার পর থেকে শীত শীত লাগছে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে ঘন কুয়াশা দেখা যায়। রবিবার সকালেও বিভিন্ন এলাকায় কুয়াশা ছিল। রাতে শীতের কারণে আপাতত কাঁথা বের করা হয়েছে। |