/ সারাদেশ / ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান কর্তৃক পরিবার পরিকল্পনা বিভাগে এডি-১ সিরিজ প্রদান
ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান কর্তৃক পরিবার পরিকল্পনা বিভাগে এডি-১ সিরিজ প্রদান
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
|
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর সরফ উদ্দীন উচ্চ বিদ্যালয় চত্তরে পরিবার পরিকল্পনা বিভাগ শিবনগর ইউনিয়নে ৫টি ইউনিটে ৫৫০পিচ এডি সিরিজ প্রদান করেন ইউপি চেয়ারম্যান ছামিদুল ইসলাম মাষ্টার। পরিবার পরিকল্পনা বিভাগ শিবনগর ইউনিয়নে ৫টি ইউনিটে এডি-১ সিরিজ সরবরাহ না থাকায় ইউপি চেয়ারম্যান তার নিজেস্ব অর্থায়নে শিবনগর ইউনিয়নে অবস্থিত পরিবার পরিকল্পনা বিভিগে গত মঙ্গলবার ৫৫০পিচ এডি সিরিজ প্রদান করেন। এই সিরিজ সরবরাহের অভাবে জন্ম নিয়ন্ত্রন ইনজেকশন কার্যক্রম বন্ধ ছিল। এডি-১ সিরিজ প্রদান কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পরিদর্শক মোঃ হাবিবুর রহমান ও ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন, পরিবার কল্যান সহকারী মোছাঃ মনিরা পারভীন, কুমারী শিমলা রানী। এডি সিরিজ প্রদান কালে রাজারামপুর সরফ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। |