/ সারাদেশ / আত্রাইয়ে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু
আত্রাইয়ে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
|
নওগাঁর আত্রাইয়ে গরু বোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে ভটভটির নিচে চাপা পড়ে রেজাউল ইসলাম (৪২) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বজ্রপুর তাতিপুকুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল ইসলাম বজ্রপুর গ্রামের কিয়ামত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেজাউল ইসলাম গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে গরু বিক্রি করার উদ্দেশ্যে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি করে পাশর্^বর্তী হাটে নিয়ে যাওয়ার জন্য রওনা হলে বজ্রপুর তাতীপুকুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে রেজাউল ইসলাম ভটভটির নিচে চাপা পড়ে বুকে ও পিঠে মারাত্মক আঘাত পায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথমধ্যে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। |