/ সারাদেশ / মেধা ও প্রযুক্তি দিয়ে ডিজিটাল সোসাইটি গড়ে তুলতে হবে : দীপ্তি চৌধুরী
মেধা ও প্রযুক্তি দিয়ে ডিজিটাল সোসাইটি গড়ে তুলতে হবে : দীপ্তি চৌধুরী
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাইয়ে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির ২২ বছর পূর্তি এবং তিনদিন ব্যাপী বিজ্ঞান উৎসবে বর্তমান সময়ের টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তুমি যখন সু নাগরিক হবে, দেশের সম্পদ হবে তখন তুমি সবচেয়ে বড় একজন দায়িত্ববান মানুষ হবে। তুমি যদি অনেক বড় মানুষ হও, তাহলে তোমার মা যেমন গর্ব করবে, দেশটাও তো মা, দেশ ও তোমাকে নিয়ে অহংকার করে। তিনি আরও বলেন শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল সোসাইটি গড়ে তুলতে হবে। তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলার শেষ দিন (৮ নভেম্বর) শুক্রবার সকালে দিনব্যাপী এ আয়োজনে দীপ্তি চৌধুরী উপস্থিত থেকে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির ১২০০ শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং লালিত সপ্ন পূরনের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছাতে নানা ধরনের পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদা’র সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী শিক্ষাবোর্ড এর পরিদর্শক মো. জিয়াউল হক। কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন। বিজ্ঞান মেলায় স্কুলের ল্যাঙ্গুয়েজ, সাইন্স, কম্পিউটার ও স্পোর্ট ক্লাব, টিচিং এডভাইজর ডিপার্টমেন্ট, স্টুডেন্ট কাউন্সিলর ডিপার্টমেন্ট, আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগার ও স্কুল লাইব্রেরি, শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট সহ মোট ১৬টি স্টল অতিথিরা পরিদর্শন করেন। মেলা চলাকালীন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অনেক দর্শনার্থী মেলা দেখতে আসে। দিন ব্যাপী আনন্দঘন সময় অতিবাহিত করতে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। |