/ সারাদেশ / খাগড়াছড়িতে এবার ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
খাগড়াছড়িতে এবার ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
নতুন বার্তা, খাগড়াছড়ি:
|
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের তিন কর্মীকে হত্যার ১০ দিনের মাথায় মিটন চাকমা নামে এক ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার (১০ নভেম্বর) দুপুরে পানছড়ি উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মিটন চাকমা ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়য়েছে ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, দুপুরের পর পানছড়িতে একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এসময় ইউপিডিএফ নেতা মিটন চাকমা নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন। তবে হত্যাকাণ্ডের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন। এর আগে গত ৩০ অক্টোবর পানছড়ির লতিবান ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের তিন কর্মী নিহত হন। |