/ সারাদেশ / ‘চলমান সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে’ : হোসাইন মোহাম্মদ সেলিম
‘চলমান সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে’ : হোসাইন মোহাম্মদ সেলিম
আলীফ আজগর সবুজ:
|
বিগত দুই যুগেরও বেশি সময় ধরে সিস্টেম পরিবর্তনের কথা বলে আসছে হেযরত তওহীদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার এখন সিস্টেম সংস্কারের কথা বলছেন। সরকার সংস্কারে হাতও দিয়েছেন ইতোমধ্যে। আমরা বলছি এই সিস্টেমটাই ভুল। এই সিস্টেম সংস্কার করে কোনো লাভ হবে না। শান্তি আসবে না, সমাজ পরিবর্তন হবে না। এর আমূল পরিবর্তন করতে হবে। চলমান এই সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে।’ সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের সমাধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এসব কথা বলেন। হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, যে সিস্টেমটাকে বর্তমানে আমরা আঁকড়ে ধরে আছি, তার গোড়াতেই গলদ। গোড়ায় থাকা সেই গলদের ফলাফল হিসেবে আমাদের সামনে বহু সমস্যা দৃশ্যমান হচ্ছে। আর সবাই মিলে সেগুলো সমাধানের চেষ্টা করছে, অথচ গোড়াতে কেউ হাতই দিচ্ছে না। গোড়াতে হাত দিতে হবে। সিস্টেমটাই পাল্টাতে হবে -মন্তব্য করেন হেযবুত তওহীদের এই নেতা। উৎকণ্ঠা প্রকাশ করে তিনি বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ পৃথিবীকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বাংলাদেশেও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতে জাতি ও দেশকে নিরাপদ রাখতে ১৬ কোটি মানুষকে একটি সঠিক আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। মিথ্যা গুজব রটনা করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে সংগঠিত মব জাস্টিস ইসলামের সুমহান আদর্শের পরিপন্থী মন্তব্য করে তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে সরকার পতনের মাধ্যমে যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে তখন এক শ্রেণির উগ্রবাদীরা শুরু করলেন এর বাড়িতে হামলা ওর বাড়িতে হামলা, এই মাজারে হামলা ঐ দরবারে হামলা, প্রতিপক্ষ মত-ফেরকার বিরুদ্ধে আক্রমণ, লুটপাট, ভাংচুর, অগ্নিকাণ্ড। এটা কারোরই কাম্য নয়। আল্লাহ ও আল্লাহর রসুল (সা.) তার উম্মতকে এই শিক্ষা দেন নি। এতে করে মানুষের মাঝে ইসলাম ভীতি সৃষ্টি হচ্ছে। এদিন হেযবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজারো মানুষের ঢল নামে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। অনুষ্ঠান শুরুর আগেই হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হলরুমে জায়গা না পেয়ে বাইরে খোলা জায়গা ও সড়কে অবস্থান করে হাজারো কর্মী। ঘণ্টার পর ঘণ্টা তারা সেখানে অবস্থান করে হেযবুত তওহীদের ইমামকে এক নজর দেখার জন্য। হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রধান সমন্বয়কারী মো. নিজাম উদ্দিন, মুখপাত্র ও আন্তর্জাতিক প্রচার বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, খুলনা -২ বিভাগের সভাপতি জসেব উদ্দিন, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, খুলনা -২ বিভাগের নারী সম্পাদক জেরিন সাইয়েরা, কুষ্টিয়া জেলা নারী সম্পাদক আম্মারা আক্তার শাপলা। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় কৃষি সম্পাদক মো. মোতালিব খান, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শাহারুল ইসলাম, ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সভাপতি তানভীর আহম্মেদ প্রমুখ। |