/ সারাদেশ / কয়রায় ইটের সলিং রাস্তার বেহাল অবস্থা চলাচলে দুর্ভোগ
কয়রায় ইটের সলিং রাস্তার বেহাল অবস্থা চলাচলে দুর্ভোগ
কয়রা(খুলনা)প্রতিনিধি:
|
কয়রা উপজেলার সদর ইউনিয়ন ২ নং কয়রা খাল দার ইটের সলিং রাস্তা টি সংস্কার করার অভাবে চলাচলের জন্য অনপযুগি হয়ে উঠছে। ২ নং কয়রা খাল দার গ্রামের মোঃ রবিউল বলেন আমাদের এই রাস্তা টা বহু দিন যাবত খারাপ হয়ে পড়ে আছে চলাচল করতে অসুবিধা হচ্ছে। শাহাজান বলেন রাস্তা টা এক প্রকার খালে - পুকুরে সাইড ভেঙে পড়ছে এই রাস্তা টা দিয়ে প্রতি দিন আমাদের ছেলে- মেয়েরা লেখা পড়া করতে যায় যেতে অনেক সময় দূর্ঘটনা ঘটছে। ১৭ নভেম্বর সকালে সরজমিন গিয়ে দেখা যায় রাস্তা টির প্রায় ৬/৭ জায়গার সাইড ভেঙে খালে ও পুকুরে পড়ছে। বেশ কয়েক জায়গার ইট ভেঙে পড়ছে অনেক জায়গায় ইট নেই। রাস্তা দিয়ে প্রতিদিন পাশের জেলা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সাধারণ মানুষ ও কয়রায় বিভিন্ন প্রয়োজনে মোটরসাইকেল ও ভ্যান যোগে চলাচল করে। তাদের সবার দাবি ইটের সলিং রাস্তা টি দূরত সময়ের ভিতরে সংস্কার করে দেওয়া হোক। বিষয় টা নিয়ে কথা বলার জন্য অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু হুরায়রা(খোকন) এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি। বিষয় টা নিয়ে আরও কথা বলরা জন্য কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।
|