/ সারাদেশ / জুলাই বিপ্লবে আহত সুজনকে আর্থিক অনুদান দিলেন উপজেলা প্রশাসন
জুলাই বিপ্লবে আহত সুজনকে আর্থিক অনুদান দিলেন উপজেলা প্রশাসন
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে, খুনি টিপু বাহিনীর সশস্ত্র হামলায় আহত শিক্ষার্থী, খালেদ মাহমুদ সুজনকে আর্থিক অনুদান দিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন। সোমবার (১৮নভেম্বর) বিকেলে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, সমাজসেবার তহবিল থেকে দশ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন সহকারী কমিশনার ভূমি ও সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা অভি দাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মো. শরিফ হোসেন, সাংবাদিক আব্দুল মালেক নিরব, ফয়সাল কবির, ছাত্র সমন্বয়ক মো. আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, রেদোয়ান হোসেন লিমন, আরিয়ান হোসেন, প্রমুখ। আহত শিক্ষার্থী সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ভূঁইয়া বাড়ির শাহীন কাদেরের ছেলে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। উল্লেখ্য, গেল ৪'ঠা আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় লক্ষ্মীপুরের গডফাদার খ্যাত তাহেরপুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু। ওইদিন লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী সহ বারজন নিহত হন। এদিন সন্ত্রাসী টিপু বাহিনীর হামলায় সুজন সহ দুই শতাধিক ছাত্রজনতা গুলিবিদ্ধ হন। দীর্ঘ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন সুজন। ইতিমধ্যে সুজনের এক হাত-পা প্রায় অচল হয়ে গেছে। দেশের চিকিৎসায় তার আর স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা । বর্তমানে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা করছেন সুজন। সরকারের সহযোগিতা পেলেই বিদেশে চিকিৎসার জন্য যাবেন বলে জানিয়েছেন সুজনের পরিবার। |