/ সারাদেশ / লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে সভা
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পরিবারের সদস্যদের নিয়ে স্মরণ সভা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের ব্যানারে সদর উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। একইভাবে রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায়ও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। স্মরণ সভায় ৪ আগস্ট যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে নিহত সাদ আল আফনান, সাব্বির হোসেন ও কাউছার হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া খালেদ মাহমুদ সুজনসহ আহত অন্যানরাসহ তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট প্রিয়াংকা দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা সিভিল সার্জন আহমেদ কবির, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, ছাত্র সমন্বয়ক আরমান হোসেন, সারোয়ার হোসেন ও বায়েজিদ হোসেন। এসময় শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। |